ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এ যে সেলফির বন্যা!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এ যে সেলফির বন্যা!

কান (ফ্রান্স) থেকে: লালগালিচায় সেলফি তোলার সম্ভাবনা থেকে কান উৎসবের অন্যতম পরিচালক থিয়েরি ফ্রমক্স অভিযোগের সুরে বলেছিলেন, 'সেলফিতে একটু হলেও নিজের চেহারা কুৎসিত দেখায়। ' এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কম চর্চা হয়নি।



তবে তার এই মন্তব্য নিয়ে তারকাদের ভাববার সময় কই! প্যালেস দ্য ফেস্টিভ্যালে রওনা দেওয়ার সময়ই তারা ঠিক করে নিচ্ছেন, একটা হলেও ক্লিক করতে হবে মুঠোফোনে।

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন লালগালিচায় পা মাড়িয়েছেন ১৭ মে। আলোকচিত্রীদের সামনে দাঁড়ানোর পর রীতিমতো সেলফির বন্যা বইয়ে দিয়েছেন তিনি! অ্যাশ সেলফি তুলেছেন মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার সঙ্গে। দু'জনই লরিয়াল প্যারিসের পণ্যদূত। সেলফিই বলে দেয় তাদের বন্ধুত্বের কথা। এ ছাড়া ভক্তদের সেলফিতেও অংশ নেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। ঐশ্বরিয়া এ নিয়ে ১৪বার আর ইভা কানে এসেছেন দশবার।

লালগালিচা পেরিয়ে সিঁড়িতে উঠে একা একাও সেলফি তুলেছেন ইভা। একই জায়গায় দ্বৈত সেলফি তোলেন ব্রিটিশ মডেল ইরিন ও'কনোর এবং জার্মান মডেল টনি গার্ন। লরিয়াল প্যারিসের আরেক পণ্যদূত রুশ মডেল নাতাশা পলি সেলফিতে মজা করেছেন। লালগালিচার বাইরে মডেল কার্লি ক্লস, লিয়া কেবেডি ও ডাউজেন ক্রোস সেলফি তোলেন একসঙ্গে।

বলিউড তারকাদের মধ্যে ক্যাটরিনা কাইফ সেলফি তুলেছেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুরের সঙ্গে। এ ছাড়া লালগালিচার সামনে গাড়ি থেকে নামার আগে সেলফি তোলেন সোনম কাপুর। দর্শক আর উৎসুক মানুষ তো প্রায় সারাদিনই সেলফিতে মেতে থাকছেন। সব মিলিয়ে কানে বয়ে যাচ্ছে সেলফির বন্যা!

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে। )

ফ্রান্স সময় : ১৩৫৩ ঘণ্টা, মে ১৮, ২০১৫
জেএইচ

** লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!
** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।