ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কানে ভারতের রবিরঞ্জন মৈত্র

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, মে ১৯, ২০১৫
কানে ভারতের রবিরঞ্জন মৈত্র ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’, ‘ফিফটিন পার্ক এভিনিউ’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘চাঁদের পাহাড়’, ‘গয়নার বাক্স’, ‘পাগলু’, ‘মেঘে ঢাকা তারা’, ‘চতুষ্কোণ’, ‘বরবাদ’, ‘অরুন্ধতী’, ‘যোদ্ধা’, ‘রকি’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘দ্য জাপানিজ ওয়াইফ’- ভারতের এসব বাংলা ছবির সম্পাদনা করেছেন তিনি, বলিউডের ‘একলব্য’ (অমিতাভ বচ্চন, সাইফ আলি খান) ছবিও তারই সম্পাদিত; সেই রবিরঞ্জন মৈত্র এখন কান উৎসবে। প্রায় প্রতিদিন তিনি ভারতীয় প্যাভিলিয়নে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন তিনি।



বাংলাদেশ থেকে এসেছি জেনে খুশি হলেন রবিরঞ্জন। ভাগাভাগি করলেন জীবনের অনেক কথা। বাকিও রইলো কিছু। আপাতত উৎসবের দিকেই মনোযোগ তার। এখানে এসে ‘দ্য জাপানিজ ওয়াইফ’ ছবির কাজ করতে গিয়ে পরিচিত হওয়া জাপানের এক বন্ধুর সঙ্গে অনেকদিন পর তার দেখা। এর সঙ্গে তিনি জানালেন, বাংলাদেশের ‘পরবাসিনী’ ছবির সম্পাদনা করছেন। এটি পরিচালনা করেছেন স্বপন আহমেদ। ‘বাংলাদেশে গেলে আমি স্বপনের বাসাতেই উঠি। ওর আতিথেয়তা আমাকে মুগ্ধ করে। ’

শুধু চলচ্চিত্র সম্পাদনা নয়, রবিরঞ্জন মৈত্র অভিনয় ও যুগ্ম চিত্রগ্রহণ করেছেন অপর্ণা সেনের ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’-এ। জিতের ‘শত্রু’ ছবিতে দেখা গেছে তাকে। তিনি গল্প লিখেছেন অনিরুদ্ধ রায় চৌধুরীরর ‘অনুরণন’ ছবির।

রবিরঞ্জন মৈত্র বাংলানিউজকে বললেন, ‘বিশ্বের যে দেশেই বাংলা ভাষাভাষী মানুষ খুঁজি। পেলে আনন্দ হয়। এ নিয়ে দ্বিতীয়বার কানে এলাম। উৎসব শেষে ব্রাসেলসে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। ’

রবিরঞ্জন মৈত্রর একমাত্র পুত্রসন্তান বিনীত রঞ্জন মৈত্র সংগীত পরিচালক হিসেবে এখন কাজ করছেন। ‘বরবাদ’ ছবির শিরোনাম-সংগীত তারই করা। নেপালে ভয়াবহ ভূমিকম্পে দুর্গতদের প্রতি সহানুভূতি জানিয়ে হিন্দিতে একটি গান তৈরি করেছেন তিনি। রবিরঞ্জন শোনালেন সেই গান।

ফ্রান্স সময় : ১৪৪২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
জেএইচ/এটি/

** কান উৎসবে স্বপন আহমেদ
** ওগো বিদেশিনী... আমার শিউলি নাও!
** অ্যানিমেশনের দিন ও অন্যান্য
** এ যে সেলফির বন্যা!
** লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!
** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।