ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জসীমউদ্দীনের উপন্যাসের নায়িকা চম্পা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
জসীমউদ্দীনের উপন্যাসের নায়িকা চম্পা

পল্লীকবি জসীমউদ্দীনের উপন্যাসের নায়িকা হলেন এবার চিত্রনায়িকা চম্পা। ‘বোবা কাহিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এ ছবির রচনা, চিত্রনাট্য, ও পরিচালনা করছেন হোসেন।

১৫ মে থেকে গাজীপুরের হোতাপাড়ায় এর দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।

চম্পা বাংলানিউজকে বলেন, ‘আমি শৈশব থেকেই পল্লীকবি জসীমউদ্দীনের বিভিন্ন রচনার একনিষ্ঠ ভক্ত। তার অনেক কবিতা এখনো আমি মুখস্থ বলতে পারি। বাংলা সাহিত্যে যে ক’জন কবির সৃষ্টিকর্মে সমৃদ্ধি লাভ করেছে, তাদের মধ্যে পল্লীকবি জসীমউদ্দীন অন্যতম। এই কবির অমর সৃষ্টি বোবা কাহিনী উপন্যাসের নায়িকা চরিত্রে অভিনয় করছি ভাবতেই আনন্দ লাগছে। ’

চম্পা সম্প্রতি দেশের বাইরে ভ্রমণে গিয়েছিলেন। ফিরে এসে তিনি আবার এস এ হক অলিকের পরিচালনায় ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির কাজ শেষ করেছেন। চলতি বছরের শেষ দিকে তার এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ১৯মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।