ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গ্যাংস্টার শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
গ্যাংস্টার শাহরুখ শাহরুখ খান

বয়সকে পাত্তা দেন না বলিউড কিং শাহরুখ খান। এখন ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘রইস’ এর কাজ নিয়ে।

আর এই ছবির জন্য হাঁটুর ব্যাথা উপেক্ষা করেও ‘গরবা’ লোকনৃত্যের তালে পা মেলালেন বলিউডের এই কিং খান। কারণ ব্যাথার কাছে সহজে কাবু হওয়ার পাত্র নন তিনি।  

 

এর আগেও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সময় কাঁধে এবং হাঁটুতে চোট পান তিনি। কিন্তু তারপরও থেমে থাকেননি তিনি। সে সব উপেক্ষা করে কাজ করে গিয়েছেন তিনি।  

 

রাহুল ঢোলাকিয়ার আগামী থ্রিলার ‘রইস’ ছবিতে শাহরুখকে দেখা যাবে একজন গ্যাংস্টারের ভূমিকায়। ছবির প্লট সাজানো হয়েছে ১৯৮০ সালের গুজরাটে। সেই সময়ে এক দুর্দান্ত পুলিশ অফিসারের সঙ্গে এক চোরাচালানকারীর টক্কর নিয়েই ছবির গল্প।  

 

এই ছবিতে শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও নওয়াজউদ্দিন সিদ্দিক। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ঈদে।

 

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৫

বিএসকে/এমকে

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।