ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনাকে মনে পড়ে গেলো…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ১৯, ২০১৫
ক্যাটরিনাকে মনে পড়ে গেলো… সালমান খান ও ক্যাটরিনা কাইফ

কবির খান পরিচালিত ‘বাজরঙ্গী ভাইজান’ ছবির শুটিংয়ের কাজে কাশ্মিরে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা সালমান খান। আর সেখানে কাশ্মিরের সৌন্দর্য দেখে তার মনে পড়ে গেলো বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।

 

 

কাশ্মিরে শুটিংয়ের পাশাপাশি কিছু ছবি তুলেছেন তিনি এবং সেই ছবি টুইটারে দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘প্রকৃতির সৌন্দর্যের দিক দিয়ে কাশ্মির সব চেয়ে ধনী... মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ’ তার কিছুক্ষণ পরে আরও একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘মাশাআল্লাহ... মাশাআল্লাহ দিয়ে এখন ক্যাটরিনার কথা মনে পড়ে গেলো। কেননা ‘এক থা টাইগার’ ছবিতে ‘মাশাআল্লাহ মাশাআল্লাহ’ গানে নেচেছিলেন তারা।  

 

কিছুদিন আগে ক্যাটরিনাও কাশ্মিরে তার নতুন ছবি ‘ফিতুর’এর শুটিং করে গিয়েছেন।  

 

‘বাজরঙ্গী ভাইজান’ ছবিতে সালমানের সহশিল্পী হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান। এটি মুক্তি পাবে চলতি বছরের জুলাই মাসে।  

 

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৫

বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।