ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়াকে কিছুক্ষণ দেখা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, মে ২০, ২০১৫
ঐশ্বরিয়াকে কিছুক্ষণ দেখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: ঘড়ির কাঁটা ছয়টা ছুঁই ছুঁই করছে। বেজে উঠলো অ্যাডেলের গাওয়া জেমস বন্ড ছবির গান 'স্কাইফল'।

ড্যানিয়েল ক্রেগের অর্ধাঙ্গিনী রাচেল ভাইস অভিনীত 'ইয়ুথ' ছবির কলাকুশলীদের লালগালিচা অভ্যর্থনার সময় হয়েছে।

সেজন্যই হয়তো বাজানো হয়েছে গানটি। তবুও কৌতূহল নিয়ে প্রেসরুমের ব্যালকনির এক কোণে গিয়ে দাঁড়ালাম। লালগালিচা মাড়িয়ে সিঁড়িতে পা রাখলেই এই ব্যালকনি থেকে দেখা যায়। ও-মা এ যে দেখি ঐশ্বরিয়া রাই বচ্চন!

এক সিঁড়ি-দুই সিঁড়ি করে ওপরে উঠলেন অ্যাশ। কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রমক্স তাকে অভ্যর্থনা জানালেন। দু'জনে পশ্চিমা রীতিতে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করলেন। এক পলকের জন্য ব্যালকনির দিকে তাকাতেই হাত নেড়ে অভিনন্দন জানালাম।

কোটি টাকার হাসি দিয়ে মুহূর্তেই থিয়েরির মুখে তাকালেন। এরপর কি যেন বলে যাচ্ছিলেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। সেকথা শুনতে শুনতে বচ্চন পরিবারের বধূকে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন থিয়েরি। রূপের রানীকে দেখার পালাও শেষ হলো।

কান উৎসবে এ নিয়ে ১৪বারের মতো এলেন ঐশ্বরিয়া। এবারের আসরে গত ১৭ মে তিনি প্রথমবার লালগালিচায় পা মাড়ান।

দুই দিন বিরতির পর আজ বুধবার (২০ মে) ফের দেখা দিলেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। মোটেই মনে হলো না তার বয়সটা চল্লিশের ঘর পেরিয়েছে।  

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে।

ফ্রান্স সময় : ১৮৩৬ ঘণ্টা, মে ২০, ২০১৫
জেএইচ

** রূপবতী ও বুড়োদের গল্প
** কানে এশিয়ার দাপট!
** ঐশ্বরিয়াকে কিছুক্ষণ দেখা
** রূপবতী ও বুড়োদের গল্প
** কানের কলকাঠি নাড়েন যিনি!
** সুর ভেসে আসে কানে কানে
** স্বর্ণপামের দৌড়ে এগিয়ে
** ফিরে এলেন হিচকক, ত্রুফো ও ইনগ্রিড!
** তিন বিখ্যাত মানুষের মিল!
** কানে ভারতের রবিরঞ্জন মৈত্র
** কান উৎসবে স্বপন আহমেদ
** সালমা হায়েকের বোমা!
** ওগো বিদেশিনী... আমার শিউলি নাও!
** অ্যানিমেশনের দিন ও অন্যান্য
** এ যে সেলফির বন্যা!
** লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!
** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান
** বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।