ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কানে এশিয়ার দাপট!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৫
কানে এশিয়ার দাপট!

কান (ফ্রান্স) থেকে: কান উৎসবে স্থান না পাওয়া নিয়ে অনেক দেশেরই আক্ষেপ আছে। বিশেষ করে হলিউডে তো ধুয়ে ফেলা হয় কানকে! এবার তা আরও প্রকট।

তবে ইউরোপের পাশাপাশি এশীয় ছবি কিন্তু চোখে পড়ার মতো। ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া,তাইওয়ান আর ফিলিপাইনের এক বা একাধিক ছবি স্থান পেয়েছে কানের ৬৮তম আসরে।

উৎসবের অষ্টম দিনে আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতা বিভাগে হয়ে গেলো চীনা নির্মাতা জিয়া ঝ্যাং-কি পরিচালিত 'মাউন্টেনস মে ডিপার্ট' ছবির উদ্বোধনী প্রদর্শনী। এর চীনা নাম 'শান হি গু রেন'। কথাটার বাংলা অর্থ- পুরনো বন্ধুরা অনেকটা পর্বত ও নদীর মতো।

এ নিয়ে চতুর্থবার কানের প্রতিযোগিতা বিভাগে স্থান পেলো ঝ্যাং-কি'র ছবি। দুই বছর আগে তার 'অ্যা টাচ অব সিন' প্রিক্স দু সিনারিও পুরস্কার জেতে। নতুন ছবি নিয়ে তিনি বলেন, 'চীনাদের দৈনন্দিন জীবনে সাম্প্রতিক সময়ে পারস্পরিক অঙ্গীকারবদ্ধ সম্পর্কে গভীর পতন লক্ষ্য করেছি। এর প্রভাব পড়ছে আমাদের স্মৃতিতে। আমার মনে হচ্ছে, সবকিছুই অসম্পূর্ণ অবস্থায় ফিরে যেতে পারে। এমনকি পর্বতও হয়তো সরে যাবে একদিন!'

ছবিটির প্রদর্শনীর পর পরিচালকের সঙ্গে ফটোকলের পর সংবাদ সম্মেলনে অংশ নেন এর অভিনেত্রী ঝাও তাও, শ্যাং সিলভিয়া, অভিনেতা ঝ্যাং ই, লিয়াঙ জিঙডং ও ডঙ জিজাঙ। রাতে লালগালিচায় হেঁটেছেন তারা। তারপর গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছবিটি আবার প্রদর্শিত হয়।

উৎসবের প্রতিযোগিতা বিভাগে এশীয় অঞ্চল থেকে আরও আছে তাইওয়ানের হু সিয়াও সিয়েনের 'দ্য অ্যাসাসিন'। এটি দেখানো হবে আগামীকাল (২১ মে)। এ ছাড়া আগেই জাপানের কোরি-ইদা হিরোকাজুর 'আওয়ার লিটল সিস্টার্স' ছবির প্রদর্শনী হয়ে গেছে।

আনসার্টেন রিগার্ড বিভাগেও এশীয়দের উপস্থিতি লক্ষণীয়। আজ এতে ছিলো দক্ষিণ কোরিয়ার নারী নির্মাতা শিন সু ওনের 'ম্যাডোনা'। এটি তার তৃতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। ছবিটি নির্মাণে এডভার্ড মাঞ্চের একই নামের সৃষ্টিকর্ম অনুপ্রেরণা যুগিয়েছে তাকে। এর গল্পে দেখা যায়, শিওল-ও নামের এক প্যারালাইজ রোগীর সেবা করে সেবিকা হায়ে-রিম। শিওলের হৃৎপিন্ড প্রতিস্থাপন করা জরুরি। বাবার সুস্থতার কথা ভেবে তার ছেলে স্যাঙ-উ টাকা কিংবা ক্ষমতার জোরে সবই করতে প্রস্তুত। একদিন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসে মি-না নামের একটি মেয়ে। টাকার বিনিময়ে স্যাঙয়ের কথা মেনে চলতে থাকে হায়ে-রিম। সে মি-নার পরিবারকে খুঁজে বের করে হৃৎপিন্ড দান করার অনুমতি নেওয়ার পাঁয়তারা করে। রিম জানতে পারে মি-নার ডাকনাম ম্যাডোনা। মেয়েটা খুব দরিদ্র। কিন্তু তার অতীত জানতে পেরে ভড়কে যায় হায়ে-রিম।

সাল দিবুসিতে সকাল ১১টায় 'ম্যাডোনা'র উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর পরিচালকের সঙ্গে ফটোকলে হাজির হন অভিনেতা কিম ইয়াং-মিন, সিও ইয়াঙ হি এবং কেওন সো-হাইওন। তারপর তারা আসেন সংবাদ সম্মেলনে।

আনসার্টেন রিগার্ড বিভাগে এশিয়া থেকে নারী নির্মাতাদের মধ্যে আরও স্থান পেয়েছে জাপানের নাওমি কাওয়াসের 'অ্যান'। এর ইংরেজি নাম- 'সুইট রেড বিন পেস্ট'। একই বিভাগে গত কয়েকদিনে দেখানো এশীয় অন্য দুটি ছবি হলো জাপানের কুরোসাওয়া কিওশির 'জার্নি টু দ্য শোর'  এবং দক্ষিণ কোরিয়ার ওহ-সিউঙ ওক পরিচালিত 'দ্য শেমলেস'। এশিয়ার আরেক দেশ ফিলিপাইনের ব্রিলান্তে মেনদোজা পরিচালিত 'তাকলুব' প্রদর্শিত হয় আগের দিন। আজও বিকেলে সাল বাজিনে দেখানো হয়েছে এটি। ২০১৩ সালের ৮ নভেম্বর ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে তৈরি করা এর চিত্রনাট্য।  



পাঁচ মিনিটের অভিবাদন

আগের দিন বিকেলে আনসার্টেন রিগার্ড বিভাগে সাল বাজিনে প্রদর্শিত ভারতীয় নির্মাতা নীরাজ ঘাইবানের 'মাসান' মুগ্ধ করেছে সমালোচক ও দর্শকদের। তাই সবাই পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন জানান এর কলাকুশলীকে। এ সময় আনন্দাশ্রু দেখা যায় ছবিটির অভিনেত্রী রিচা চাড্ডা ও শ্বেতা ত্রিপতির চোখে। টুইটারে নীরাজ বলেন, 'অবিরাম প্রশংসার বৃষ্টিতে ভিজে আবেগাপ্লুত হয়ে পড়েছি। সবাইকে ধন্যবাদ। '

হিন্দি শব্দ 'মাসান'-এর অর্থ শ্মশান। নীরাজ এর আগে অনুরাগ কাশ্যাপের 'গ্যাংস অব ওয়াসেপুর' চবির দুটি পর্বে সহকারী হিসেবে কাজ করেছেন। অনুরাগই প্রযোজনা করেছেন 'মাসান'। আজ বিকেলে একই স্থানে আবার দেখানো হয় ছবিটি। এটাই নীরাজের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। আশা করা হচ্ছে, ক্যামেরা দ'র পুরস্কারের দৌড়ে তিনি থাকবেন সামনের সারিতে।

আনসার্টেন রিগার্ডে ভারতের একটি পাঞ্জাবি চলচ্চিত্রও আছে। 'চাউথি কুত' (দ্য ফোর্থ থট) নামের ছবিটি পরিচালনা করেছেন গুরবিন্দর সিং। অভিনয়ে নিখিল সাহানি, ভিকি কৌশল ও সঞ্জয় মিশ্র। এটিও প্রশংসিত হয়েছে।



অন্যান্য বিভাগে এশিয়া
উৎসবে শুরুর দিকে মধ্যরাতের আয়োজনে আগের দিন ছিলো দক্ষিণ কোরিয়ার হঙ ওন চ্যানের 'অফিস'। কান ক্ল্যাসিকসে আছে ফুকাসাকু কিনজির 'ব্যাটেলস উইদাউথ অনার অ্যান্ড হিউম্যানিটি' (১৯৭৩), হু কিংয়ের 'অ্যা টাচ অব জেন' (১৯৭১), মিজোগুচি কেনজির 'দ্য স্টোরি অব দ্য লাস্ট রাইস্যানথিমাম' (১৯৩৯)। এ ছাড়া সাগরপাড়ে দেখানো হয়েছে আকিরা কুরোসাওয়ার 'রান' (১৯৮৫)।



অরসন ওয়েলেসকে শ্রদ্ধা
হলিউডের বিখ্যাত নির্মাতা অরসন ওয়েলেসকে উৎসবের ধ্রুপদী বিভাগে বিশেষ শ্রদ্ধা জানানো হলো। এদিন সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হয়েছে তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র 'দিস ইজ অরসন ওয়েলেস'। বানিয়েছেন দুই নারী নির্মাতা ক্লারা ও জুলিয়া কাপারবার্গ। এরপরই দেখানো হয় অরসন ওয়েলেসের অস্কারজয়ী ছবি 'সিটিজেন কেন' (১৯৪১)। দুটিরই প্রদর্শনী হয়েছে সাল বুনুয়েলে। একই স্থানে কান ক্ল্যাসিকস বিভাগে এদিন বিকেলে  ছিলো লঁরা ওথের 'বার্নড আইস' (১৯৮৬)।  



প্রতিযোগিতা বিভাগের ছবি
অষ্টম দিনের শুরুটা হয় ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনোর 'ইয়ুথ' দেখানোর মধ্য দিয়ে। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বিকেল আর সন্ধ্যায়ও এর প্রদর্শনী হয়েছে। আগের দিন প্রদর্শিত ডেনিস ভিলেনিউভের 'সিকারিও' সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। মেক্সিকান মাদক চোরকারবারিদের বিরুদ্ধে সিআইএ'র অভিযানই এর বিষয়বস্তু। আজও সকালে সাল দু সোসানতিয়েমেতে এর আরেকটি প্রদর্শনী হয়। একই স্থানে আগের দিন উদ্বোধনী প্রদর্শনী হওয়া 'মার্গেরিট অ্যান্ড জুলিয়েন' আবার দেখানো হয়েছে।



অন্যান্য বিভাগ
আনসার্টেন রিগার্ডে লঁরা লাইভিয়ে পরিচালিত 'আই অ্যাম অ্যা সোলজার' ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। তাই তিনি লড়ছেন ক্যামেরা দ'র পুরস্কারের জন্য। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন লুই বুরগয়া, জ্যঁ-হুগুয়েস অ্যাংলাদ ও অ্যান বেনোয়া। এর বিষয়বস্তু হলো আত্মপরিচয় খুঁজে বেড়ানো। সাল দিবুসিতে রাতেও এটি আবার দেখানো হয়।



একই স্থানে বিকেল সাড়ে চারটায় ইয়ারেড জেলেকির 'ল্যাম্ব' ছবির উদ্বোধনী প্রদর্শনী হয। এটাই ৩৬ বছর বয়সী এই ইথিওপিয়ান নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। কানেও ইথিওপিয়ার প্রথম অংশগ্রহণ। তার ছবির গল্প ৯ বছরের বালক ইফরাহিমকে ঘিরে। পর্বতে দুর্সম্পর্কের আত্মীয়র কাছে থাকার জন্য বাবা তাকে পাঠিয়ে দেন।

মধ্যরাতের আয়োজনে গ্যাসপার নো'র 'লাভ' ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ত্রিমাত্রিক প্রযুক্তিতে। 'ইরেভার্সিবল' (২০০২) নির্মাণ করে চলচ্চিত্র দুনিয়ায় সাড়া ফেলেছিলেন গ্যাসপার। ওটাও এসেছিলো কানে। তার নতুন ছবির গল্প ২৫ বছরের তরুণ মারফিকে ঘিরে। সে বিবাহিত। তাদের এক সন্তান আছে। একদিন ঘরে একাকী সময়ে ইলেক্ট্রা নামের একটি মেয়ের সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতি হাতড়ে বেড়ায় সে। 'লাভ' নিয়ে গ্যাসপারের ভাষ্য, 'এটি মূলত মানুষের আবেগের সহিংসতা ও প্রেমময় পরমানন্দ দিক। '

সাল দু সোসানতিয়েমেতে সন্ধ্যায় ছিলো রবার্ট গেডিগুইয়ান পরিচালিত 'ডোন্ট টেল মি দ্য বয় ওয়াজ ম্যাড' ছবির বিশেষ প্রদর্শনী। আনসার্টেন রিগার্ড বিভাগে আগের দিন দেখানো 'অ্যালিয়াস মারিয়া' আবার দেখানো হয়েছে সাল বাজিনে। সমুদ্র সৈকতে ছবি দেখার আয়োজন সিনেমা ডি লা প্লাজ বিভাগে রাত ৯টায় ছিলো জেমস ক্যামেরন পরিচালিত 'টার্মিনেটর' (১৯৮৪)।

তারার আলো
এদিন লালগালিচায় আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, মার্কিন অভিনেত্রী জেন ফন্ডা, সিয়েনা মিলার, ব্রিটিশ অভিনেত্রী র্যাচেল ভাইস, ফরাসি অভিনেত্রী সোফি মার্সো, এমা ডি কুন্স, ফরাসি নির্মাতা ভ্যালেরি দনজেল্লি, ডাচ মডেল লরা স্টোন প্রমুখ।

ফ্রান্স সময় : ২০৫৮ ঘণ্টা, মে ২০, ২০১৫
জেএইচ

** বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।