ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

উঁচু হিল নিয়ে আয়োজকদের ক্ষমা প্রার্থনা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৫
উঁচু হিল নিয়ে আয়োজকদের ক্ষমা প্রার্থনা

কান (ফ্রান্স) থেকে: উঁচু হিল ছাড়া কানের লালগালিচায় আসায় ঢুকতে দেওয়া হয়নি বেশ কয়েকজন নারীকে। এ নিয়ে হৈচৈ আর সমালোচনার ঝড় বইছে।

এজন্য ক্ষমা চাইলেন উৎসব পরিচালত থিয়েরি ফ্রমক্স। তবে অভিযোগটি তিনি অস্বীকার করেছেন। যদিও নারীরা এখনও একই অভিযোগ তুলছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রযোজক ভ্যালেরিয়া রিখটারকে জুতায় হিল না থাকার কারণে ঢুকতে দেননি লালগালিচা কর্তৃপক্ষ। পায়ে অস্ত্রোপচারের কারণে উঁচু হিল পরলে হাঁটতে গিয়ে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খেতে হয় জানানোর পর তিনি ঢুকতে পেরেছেন।

প্রয়াত ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউসকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র 'অ্যামি'র নির্মাতা আসিফ কাপাডিয়ার সহধর্মিণীকেও হিল না থাকায় লালগালিচায় ঢুকতে ঝক্কি পোহাতে হয়েছে।

নারীদের ওপর এমন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি। ২০ মে টুইটারে তিনি বলেন, 'নিচু জুতা নিষিদ্ধ করার খবরটি শুনে হতবাক হয়েছি। এটা মোটেই গ্রহণযোগ্য নয়।

ব্রিটেনের স্ক্রিন ডেইলি এক প্রতিবেদনে জানায়, কেট ব্ল্যানচেটের 'ক্যারল' ছবির প্রদর্শনীর আগে আয়োজিত লালগালিচা অভ্যর্থনায় একদল নারীকে ঢুকতে দেওয়া হয়নি একই কারণে। যদিও থিয়েরি টুইটারে বলেছেন, 'উৎসবে আসতে নারীদেরকে উঁচু জুতা পরতে হবে এই গুঞ্জন ভিত্তিহীন। ' গত মঙ্গলবার এক নৈশভোজ অনুষ্ঠানের পর তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'আমরা ক্ষমাপ্রার্থী। ' সঙ্গে নিরাপত্তাকর্মীদের দোষারোপ দিয়ে তিনি যোগ করেন, 'অতিরিক্ত দায়িত্ব দেখাতে গিয়ে কয়েকটি মুহূর্ত ঘটে থাকতে পারে। '

এরপর উৎসব আয়োজকরা আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, লালগালিচার জন্য নির্ধারিত ড্রেস কোডের (টাক্সেডো, ফর্মাল ড্রেস ও গালা প্রদর্শনী) নিয়মে পরিবর্তন আসেনি। নারী-পুরুষের জুতার উচ্চতা নিয়ে নির্দিষ্ট করে এখানে কিছু উল্লেখ নেই। '

উঁচু হিল নিয়ে সোরগোল পড়ে যাওয়ার ঘটনায় ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট বলেছেন, 'প্রত্যেকেই নিচু জুতা পরতে পারে। আমরা মেয়েরা উঁচু হিল কিছুতেই পরবো না। এটা খুবই হতাশাজনক। এখানেই তো নারী-পুরুষের অসম ব্যাপার স্পষ্ট। '

অতীতে নারীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ থাকায় এবারের কান উৎসবের উদ্বোধনী হয়েছে নারী নির্মাতা ইমানুয়েলে বাকটের 'স্ট্যান্ডিং টল' ছবি দিয়ে। এ ছাড়া প্রতিযোগিতা বিভাগে দুই নারী নির্মাতার চলচ্চিত্র রাখা হয়েছে। প্রতিযোগিতা বিভাগের ১৯টি ছবির বেশ কয়েকটির গল্প নারীকেন্দ্রীক। এ ছাড়া নারী নির্মাতা অ্যাগনেস ভারদাকে এবার দেওয়া হচ্ছে সম্মানসূচক পাম দ'র। আর উৎসবের অফিসিয়াল পোস্টার সাজানোর জন্য বেছে নেওয়া হয়েছে কিংবদন্তি অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের আলোকচিত্র।

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে।

ফ্রান্স সময় : ০৮৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৫
জেএইচ

** বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর
** রূপবতী ও বুড়োদের গল্প
** কানে এশিয়ার দাপট!
** ঐশ্বরিয়াকে কিছুক্ষণ দেখা
** রূপবতী ও বুড়োদের গল্প
** কানের কলকাঠি নাড়েন যিনি!
** সুর ভেসে আসে কানে কানে
** স্বর্ণপামের দৌড়ে এগিয়ে
** ফিরে এলেন হিচকক, ত্রুফো ও ইনগ্রিড!
** তিন বিখ্যাত মানুষের মিল!
** কানে ভারতের রবিরঞ্জন মৈত্র
** কান উৎসবে স্বপন আহমেদ
** সালমা হায়েকের বোমা!
** ওগো বিদেশিনী... আমার শিউলি নাও!
** অ্যানিমেশনের দিন ও অন্যান্য
** এ যে সেলফির বন্যা!
** লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!
** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।