ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নবাগতা ইশারার সাথে শুভ‘র ‘জেদী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ২১, ২০১৫
নবাগতা ইশারার সাথে শুভ‘র ‘জেদী’ ‘জেদী’ ছবির দৃশ্যে আরিফিন শুভ ও ইশারা

আরিফিন শুভ এবার নবাগতা নায়িকা ইশারা আজাদের সঙ্গে একটি নতুন ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘জেদী’।

সোহানুর রহমান সোহান পরিচালিত এ ছবির কাজ এরইমধ্যে শুরু হয়েছে।  

 

১৮ মে গুলশান লেডিস পার্কে মহরতের মাধ্যমে শুটিং শুরু করেছেন পরিচালক সোহান। ছবিতে আরও একজন নায়িকা থাকবেন বলে জানালেন পরিচালক। তিনি বাংলানিউজকে জানান, এসএফ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মীয়মাণ ‘জেদী’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দিতি, আফরোজা বানু, ডিজে সোহেল ও মিশা সওদাগর।  

 

নবাগতা অভিনেত্রী ইশারা বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম নুসরাত ও শুভ’র রাজা। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের গল্প এটি। শুভ অনেক সহযোগিতা করছে। আশা করি, কাজটি পছন্দ করবে দর্শকরা। ’

 

‘জেদী’র কাহিনী লিখেছেন তুহিন, চিত্রনাট্য ও সংলাপ ছটকু আহমেদ, চিত্রগ্রহণে শহীদুল্লাহ দুলাল, সম্পাদনা একরাম এবং সংগীত পরিচালনায় কুমার বিশ্বজিৎ।

 

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ২১, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।