ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

২৮ মিনিট হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
২৮ মিনিট হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব! আমাল আলামুদ্দিন ও জর্জ ক্লুনি

সম্প্রতি এক সাক্ষাৎকারে হলিউডের অস্কারজয়ী অভিনেতা জর্জ ক্লুনি জানিয়েছেন, তার প্রেমিকা ব্রিটিশ আইনজীবী অামাল আলমুদ্দিনকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য পাক্কা ২৮ মিনিট হাঁটু গেড়ে বসে ছিলেন তিনি।  

 

জর্জ আরও জানান, অামাল নাকি কথাটা শুনে চমকে উঠেছিলেন প্রথমে।

৫৩ বছর বয়সী এ অভিনেতা আরও জানান, ‘হঠাৎ করেই অামালকে প্রস্তাবটা দিয়েছিলাম। কারণ আমাদের মাঝে আগে এসব বিষয় নিয়ে কখনও কোনো কথা হয়নি। ’ 

 

হলিউডের এই অভিনেতার প্রস্তাবে ৩৬ বছর বয়সী আইনজীবী অামাল প্রথমে কোনোও উত্তর দেননি। কিন্তু তবুও ২৮ মিনিট ধরে হাঁটু গেড়ে বসে ছিলেন ক্লুনি। কেননা উত্তর না জেনে তিনি কোনোও মতেই উঠবেন না। আর শেষ পর্যন্ত হ্যাঁ বলেছিলেন অামাল আলমুদ্দিন।  

 

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ২১, ২০১৫

বিএসকে/ একেএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।