ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তাক লাগিয়ে জিমে অমিতাভ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মে ২১, ২০১৫
তাক লাগিয়ে জিমে অমিতাভ! অমিতাভ বচ্চন

গত কিছুদিন ধরেই মুম্বাইয়ের একটি জিমে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন বিগ বি। আর তা নিয়ে আলোচনা চলছিলো বিস্তর।

তাহলে কি এবার আমির, শাহরুখের পর বিগ-বিও সিক্স প্যাক বানানোর চেষ্টায় লাগলেন? তা না হলে ৭২ বছর বয়সে তিনি কেন জিমে ভর্তি হবেন!

 

না, এ বয়সে সিক্স প্যাকের জন্য নয়, নতুন  এক ছবির জন্য নিজেকে গড়ে তুলতে জিমে যেতে হচ্ছে তাকে।  

 

গত ২০ মে নিজেই ব্লগে তার কারণ জানিয়ে লিখেছেন, ‘আচমকা এই জিম যাত্রা নিয়ে অনেকের কৌতুহলের শেষ নেই৷ তাদের জানিয়ে রাখি, এই নতুন অভ্যাস শারীরিক কারণে নয়। আমি ভাল আছি। একটা ছবির জন্য শরীরটা গড়েপিটে নিতে হচ্ছে। এ পর্যন্ত ওয়ার্ক আউট ভালই চলছে। ফলাফল পেতে গেলে চাই আরও তিন মাস!’

 

‘বুডঢা হোগা তেরা বাপ!’ বলে আগেই সমালোচকদের চুপ করিয়েছেন বর্ষিয়াণ এই অভিনেতা। অতি বড় নিন্দুকও তাকে আর যা-ই হোক, অন্তত বুড়ো বলার সাহস করবেনা কখনো।  

 

নতুন নতুন চরিত্রে তাক লাগানো তার পুরনো অভ্যাস। তাই এবার জিমে গিয়ে তাক লাগিয়ে দিলেন ৭২ বছর বয়সী এই অভিনেতা।

 

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২১, ২০১৫

বিএসকে/একেএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।