ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের হাঁটুতে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, মে ২২, ২০১৫
শাহরুখের হাঁটুতে অস্ত্রোপচার শাহরুখ খান

আবার ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিলেন শাহরুখ খান। গত ২১ মে তার বাঁ পায়ের হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে।

এখন তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ড হাসপাতালে। এখানেই সঞ্জয় দেশাইর তত্ত্বাবধানে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বলিউডের এই সুপারস্টারকে তিন-চারদিন পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, ৪৯ বছর বয়সী এই অভিনেতার বাঁ হাঁটু ফুলে গিয়েছিলো। এ কারণে তিনি গত কয়েক মাস অবিরাম ব্যথা অনুভব করছিলেন। গত কয়েক বছরে বেশ কয়েকবার আহত হওয়ার ফলেই এমন হয়েছে বলে মন্তব্য চিকিৎসক সঞ্জয়ের।

ভক্তদের ঘাবড়ানোর কিছু নেই, কিং খান এখন সুস্থ আছেন। আজ শুক্রবার হাসপাতাল থেকে নিজের বাড়ি মান্নতে ফিরে যাবেন তিনি।

অস্ত্রোপচারের আগ পর্যন্ত ‘রায়ীস’ ছবিতে অভিনয় করছিলেন শাহরুখ। বিশ্রাম শেষে তিনি আবার এর কাজে নেমে পড়বেন।

গত বছর ফারাহ খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির কাজ করতে গিয়ে কাঁধের পাশাপাশি হাঁটুতে বড়সড় চোট পান শাহরুখ।

বাংলাদেশ সময় : ১৬১৬ ঘণ্টা, মে ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।