ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সিনেফন্ডেশন পুরস্কার জিতলো 'শেয়ার'

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ২২, ২০১৫
সিনেফন্ডেশন পুরস্কার জিতলো 'শেয়ার' ছবি: পিপ্পা বিয়াঙ্কো/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরে শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফন্ডেশন পুরস্কার জিতলো মার্কিন তরুণী পিপ্পা বিয়াঙ্কো পরিচালিত 'শেয়ার'। ফলে তার প্রথম ছবি আগামীতে কান উৎসবে বিনা লড়াইয়ে স্থান পাবে।

সঙ্গে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার ইউরো।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় সিনেফন্ডেশন বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্যালেস দ্যু ফেস্টিভ্যাল ভবনের সাল বুনুয়েলে। এখানে বিজয়ীর নাম ঘোষণা করেন এ বিভাগের বিচারকদের সভাপতি মরিটানিয়ার প্রখ্যাত নির্মাতা আবদেররহমান সিসাকো।

আমেরিকা ফিল্ম ইনস্টিটিউটের ডিরেক্টিং ওয়ার্কশপ ফর ওমেনের শিক্ষার্থী পিপ্পা। তার 'শেয়ার' ছবির গল্প ১৫ বছরের এক কিশোরীকে ঘিরে। তার একটি আপত্তিকর ভিডিও অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে কাহিনী এগোয়।

দ্বিতীয় পুরস্কার পেয়েছে ক্যারেরা ডি সিনে ওয়াই টিভি ইউনিভারসিদাদ ডি চিলির শিক্ষার্থী ইগনাসিও জুরিসিক মেরিলানের 'লোকাস পারডিডাস'। পুরস্কার হিসেবে তার অ্যাকাউন্টে যাচ্ছে ১১ হাজার ২৫০ ইউরো।

যৌথভাবে তৃতীয় হয়েছে রাশিয়ার হাই কোর্সেসস ফর স্ক্রিপ্টরাইটার্স অ্যান্ড ফিল্ম ডিরেকটরসের শিক্ষার্থী মারিয়া গুসকোভার 'দ্য রিটার্ন অব আর্কিন' এবং স্পেনের ইয়ান গারিদো লোপেজ এসকাক পরিচালিত 'ভিক্টর ডাবল এক্স'। তারা ভাগ করে নিয়েছেন সাড়ে সাত হাজার ইউরো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কান উৎসবের অন্যতম পরিচালক গিলেস জ্যাকব। তার পাশাপাশি মঞ্চে আরও ছিলেন সিসাকোর নেতৃত্বে সিনেফন্ডেশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করা বেলজিয়ান অভিনেত্রী সেসিল ডি ফ্রান্স, লেবানিজ নির্মাতা জোয়ানা হাদজিথমাস, ফরাসি নির্মাতা রেবেকা জলোতোস্কি ও পোলিশ অভিনেতা ড্যানিয়েল ওলব্রাইচস্কি।

পুরস্কার বিতরণীর পর বুনুয়েল থিয়েটারে একে একে দেখানো হয় পুরস্কারজয়ী ছবিগুলো। সবশেষে ছিলো সেরা চলচ্চিত্র 'শেয়ার'।

এবার ছিলো  সিনেফন্ডেশন বিভাগের ১৮তম আসর। এতে জমা পড়েছিলো বিশ্বের বিভিন্ন দেশের ৩৮১টি ফিল্ম স্কুলের ৫৯৩টি ছবি। এর মধ্যে স্থান পায় ১৮ শিক্ষার্থীর ছবি।

ফ্রান্স সময় : ১৭১৫ ঘণ্টা, মে ২২, ২০১৫
জেএইচ

** ঐশ্বরিয়াকে কিছুক্ষণ দেখা
** রূপবতী ও বুড়োদের গল্প
** কানে এশিয়ার দাপট!
** ঐশ্বরিয়াকে কিছুক্ষণ দেখা
** রূপবতী ও বুড়োদের গল্প
** কানের কলকাঠি নাড়েন যিনি!
** সুর ভেসে আসে কানে কানে
** স্বর্ণপামের দৌড়ে এগিয়ে
** ফিরে এলেন হিচকক, ত্রুফো ও ইনগ্রিড!
** তিন বিখ্যাত মানুষের মিল!
** কানে ভারতের রবিরঞ্জন মৈত্র
** কান উৎসবে স্বপন আহমেদ
** সালমা হায়েকের বোমা!
** ওগো বিদেশিনী... আমার শিউলি নাও!
** অ্যানিমেশনের দিন ও অন্যান্য
** এ যে সেলফির বন্যা!
** লালে-সবুজে ঐশ্বরিয়া যেন রূপবতী দেবী!
** দিনভর কান-টান উত্তেজনা!
** কানের ডায়েরি: এখানে-সেখানে
** অনুরোধের ঢেঁকি, টিকেট প্লিজ...
** সোনম যখন নীল পরী!
** রূপে-গুণে অনন্যা কেট ব্ল্যানচেট
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** পাঁচ ঘণ্টায় তিন রকম সোনম
** কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা
** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান
** বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।