ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার দিনাজপুরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ২৩, ২০১৫
প্রথমবার দিনাজপুরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

দিনাজপুরে ২২ মে প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। নাম ‘বিউটিফুল দিনাজপুর শর্ট ফিল্ম ফেস্টিভাল’।

এর আয়োজন করে ফেসবুক পেইজ 'বিউটিফুল দিনাজপুর' এবং জেলা শিল্পকলা একাডেমি।

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সন্ধ্যা থেকে এই চলচ্চিত্র উৎসব শুরু হয়। এই উৎসবে দিনাজপুরের তরুণ প্রতিভাবানদের নির্মিত ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রথমবার আয়োজিত দিনাজপুর ফিল্ম ফেস্টিভালে প্রথম হয়েছে সাদমান সাকিব প্রমি পরিচালিত ‘মাগো আমরা আছি’, দ্বিতীয় হয়েছে ‘জালিয়া’, পরিচালনায় ছিলেন আশরাফি বিনতে আকরাম ও তার দল। আর তৃতীয় হয়েছে আসিফ সিদ্দিকের ‘অসংজ্ঞায়িত’। বিজয়ী প্রত্যেক নির্মাতাকে বিচারকরা অনুষ্ঠান শেষে সার্টিফিকেট হাতে তুলে দেয়।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ২৩ মে, ২০১৫
এমকে


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।