ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের পোশাক খুঁজছেন গাগা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫
বিয়ের পোশাক খুঁজছেন গাগা

লেডি গাগা বলে কথা। মঞ্চে যখন গাইতে ওঠেন, অদ্ভুত আর অতিরিক্ত অনুষঙ্গই সঙ্গী হয় তার পোশাকের।

সেই পপতারকা যখন বিয়ের কথা ভাবছেন, তখন তার পোশাকটিই যে বেশি প্রাধান্য পাবে, এটাই তো স্বাভাবিক।

 

বিয়ের পোশাকের নকশা কেমন হবে, তা বাছাই করতে এ শিল্পী পরামর্শ নিচ্ছেন প্রসিদ্ধ সব ডিজাইনারের। এর মধ্যে রয়েছেন জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ড, ফিলিপাইনের ফ্যাশন ডিজাইনার মনিকিউয়ে, ইতালিয়ান ডিজাইনার আলবের্তো ফেরিরত্তি, মার্কিন ডিজাইনার ডোনা ক্যারেন, বেলজিয়াম বংশোদ্ভূত মার্কিন ডিজাইনার দিয়ান ফন ফার্সটেনবার্গ থেকে শুরু করে নামকরা অনেকে।

এরই মধ্যে বিখ্যাত এ ডিজাইনাররা লেডি গাগাকে পাঠিয়েছেন তাদের নকশা করা প্রায় ৩০টি বিয়ের পোশাকের ডিজাইন।

 

সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটের মাধ্যমে বিষয়টি জানান এ গায়িকা। সেখানে তিনি বলেন, আমি ভাষাহীন। বিখ্যাত এ নকশাবিদদের সবাইকে ধন্যবাদ তাদের উদারতার জন্য। যদিও গাগা এখনো জানাননি, কী ধরনের নকশাকে তিনি বিয়ের পোশাকের ক্ষেত্রে প্রাধান্য দেবেন।

 

অভিনেতা টেইলর কেনির সঙ্গে সম্পর্কের কথা জানানোর পর গাগাভক্তরা অপেক্ষা করছেন এ জুটির বিয়ের দিনটির জন্য। চলতি বছরের ভালোবাসা দিবসে এক টুইটের মাধ্যমে কেনির সঙ্গে বাগদানের বিষয়টি জানান এ মনস্টার গার্ল।

 

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫

এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।