ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিপাকে মোটা মানুষেরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ২৩, ২০১৫
বিপাকে মোটা মানুষেরা! ‘এক্সএক্সএল’ টেলিছবির দৃশ্যে (বাঁ থেকে) সুমন পাটোয়ারী, আনন্দ খালেদ ও শাওন মজুমদার

মোটা মানুষদের জীবনে সুখ শান্তি মনে হয় একটু কমই। কারণ তাদেরকে ঘিরে নানাজানের নানা মত।

এবার রাজধানীর  তিন মোটা যুবক বিপাকে পড়েছেন। তারা নিজের জীবন থেকে রেহাই পাবার জন্য পখ খুঁজছেন। এটা বাস্তবে না। এটি এবারের ঈদের টেলিছবির দৃশ্যে দেখা যাবে। টেলিছবির নাম ‘এক্সএক্সএল’।  

 

বিনয় দত্তের রচনায় এটি পরিচালনা করেছেন নাসির আল মুনির। নাটকে তিন মোটা যুবকের ভ‍ূমিকায় অভিনয় করেছেন সুমন পাটোয়ারী, আনন্দ খালেদ ও শাওন মজুমদার। এরইমধ্যে আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এখানে আরো বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন বড়দা মিঠু, আইরিন আফরোজসহ আরো অনেকে।  

 

নাটকটিতে ‍অভিনয় প্রসঙ্গে আনন্দ খালেদ বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম ম্যাক্স। এটি একটি ভিন্নধর্মী চরিত্র। নাটকটিতে থ্রিলার, অ্যাকশন, সাসপেন্স ও প্রচুর ফান রয়েছে। নাটকটি দেখে দর্শকরা প্রাণ খুলে হাসতে পারবে বলে আশা করছি। ’

 

‘এক্সএক্সএল’ টেলিছবিটি এবারের ঈদে যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

 

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ২৩ মে, ২০১৫

এমকে/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।