ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের হিরো স্ট্যালোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৫
সালমানের হিরো স্ট্যালোন সিলভেস্টার স্ট্যালোন ও সালমান খান

সুপারস্টার নন সবার কাছে ভাইজান হিসেবে পরিচিত তিনি। শুধু পর্দায় নয় তার বাস মানুষের হৃদয়ে।

সালমান খানের আনুরাগী ছড়িয়ে রয়েছে দেশে বিদেশে। আর তিনি যার ভক্ত তার বাস সাত সমুদ্রপাড়ে। তিনি হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন।  

 

সম্প্রতি সালমান টুইটারে মাধ্যমে তার ভক্তদের জানিয়েছেন, ‘যদি কাউকে নকল করতে হয় তাহলে সেই ব্যক্তিটি অবশ্যই সিলভেস্টার স্ট্যালোন। তোমাদের হিরোর হিরো সিলভেস্টার। ’ 

 

অন্যদিকে হলিউডের এই অভিনেতা সালমানকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন তার উচ্ছ্বসিত প্রশংসা করার জন্যে। একসঙ্গে সালমানের সঙ্গে কাজ করার ব্যাপারেও ইচ্ছাও প্রকাশ করেছেন সিলভেস্টার স্ট্যালোন।

 

তিনি জানিয়েছেন, আমরা একসঙ্গে যেকোনও একটা অ্যাকশন ছবিতে কাজ করতেই পারি। তার প্রস্তাব রয়েছে ‘দ্য এক্সপ্যান্ডেবলে’র সিক্যুয়েলে একসঙ্গে কাজ করার ব্যাপারে।

 

সালমান খান এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘বাজরঙ্গী ভাইজান’ এর কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান। এটি মুক্তি পাবে আগামী ১৭ জুলাই।  

 

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ২৩, ২০১৫

বিএসকে/এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।