ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জাহিদ হাসানের সঙ্গে টুসির টেলিছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৫
জাহিদ হাসানের সঙ্গে টুসির টেলিছবি ‘আমরা আপনাকে ভালোবাসি’ টেলিছবিতে জাহিদ হাসান ও দিলরুবা টুসি

দিলরুবা টুসি অনেকদিন ধরেই বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। এবার তিনি অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে ঈদের জন্য নির্মিত একটি টেলিছবিতে অভিনয় করলেন।

নাম ‘আমরা আপনাকে ভালোবাসি’। এটি পরিচালনা করেছেন মুজিবুল হক খোকন।  

 

এরইমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে দিলুরবা টুসি বাংলানিউজকে বলেন, ‘জাহিদ ভাইয়ের সাথে বেশকিছু নাটকে কাজ করা হলো এবার। তার সঙ্গে কাজ করতে বেশ ভালোলাগে। আশা করছি, এবারের ঈদে এই টেলিছবিটি দর্শকরা পছন্দ করবেন। ’

 

এই টেলিছবির বাইরে টুসি জাহিদ হাসানের সঙ্গে বর্তমানে উত্তরায় তারেক মিয়াজীর ‘চান্দু মিয়ার ঢাকা সফর’ নামেও একটি নাটকে কাজ করছেন। এছাড়া আরএফএলের নতুন একটি টিভিসিসহ ‘ওয়ানওয়ে’ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন টুসি।  

 

খুব শিগগিরই এগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

 

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৩ মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।