ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জাজের নতুন ছবিতে বিপাশা কবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ২৩, ২০১৫
জাজের নতুন ছবিতে বিপাশা কবির বিপাশা কবির / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেত্রী বিপাশা কবির এর জন্য সুখবর বয়ে এনেছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২৩ মে ছিল তার জন্মদিন।

এমন দিনে তাকে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবার ঘোষণা দিলেন স্বয়ং জাজের কর্ণধার আবদুল আজিজ। কলকাতার এসকে মুভিজ ও জাজের ব্যানারে নির্মিত হতে যাওয়া এ ছবির নাম ‘তালাশ-দ্য ক্রাইসেস’।

আবদুল আজিজ বাংলানিউজকে বলেন, ‘এ ছবিতে বিপাশা কবিরের বিপরীতে দুই নায়ক থাকছে। জুনের মাঝামাঝি ছবির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। আর বিপাশার সঙ্গে আমার ভাই-বোনের মতো সম্পর্ক। তার জন্মদিনে এই উপহার ছিল আমার। ’

এই ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। আর এ ছবিতে বিপাশার বিপরীতে কলকাতার নায়ক থাকছে বলেও জানা যায়।

বিপাশা কবির এর আগে বিভিন্ন ছবিতে আইটেম গানে পারফর্ম করলেও চিত্রনায়িকা হিসেবেও দুটি ছবিতে কাজ করছেন। তাকে নিয়ে আশাবাদী নির্মাতা সৈকত নাসির।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৩ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।