ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ফিরছেন মুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মে ২৪, ২০১৫
ফিরছেন মুক্তি মুক্তি/ ছবি : নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০০২ সালে ‘অগ্নিগিরি’ নাটকে অভিনেতা তৌকির আহমেদের সঙ্গে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেত্রী মুক্তি। এরপর মিডিয়াতে আজও টানা কাজ করে যাচ্ছেন।

তবে মাঝে তাকে একটু কম কাজ করতে দেখা গেলেও আবারো ফিরছেন তিনি।

এবারের ঈদের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘গণক কাজীর মার্কেট’। পিয়ার মোহাম্মদের রচনায় এটি পরিচালনা করছেন শিমুল সরকার।

এরইমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হাসান মাসুদ প্রমূখ।

নাটকটি নিয়ে মুক্তি বাংলানিউজকে বলেন, ‘আমি একটু বেছে কাজ করতে পছন্দ করি। এ নাটকে আমার চরিত্রের নাম কামনা। কাজীর বৌ এর চরিত্রে অভিনয় করতে দেখ‍া যাবে। হাসির নাটক এটি। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ’

খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে নাটক ‘গণক কাজীর মার্কেট’।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ২৪ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।