ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মল্লিকাকে কাছ থেকে দেখা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মে ২৪, ২০১৫
মল্লিকাকে কাছ থেকে দেখা

কান (ফ্রান্স) থেকে: গাঢ় নীল রঙা গাউন পরে ঢুকলেন। প্রেস রুম থেকে স্পষ্ট বোঝা গেলো মল্লিকা শেরাওয়াতের মুখ।

পায়চারি করতে করতে আলোকচিত্রীদের সামনে দাঁড়াচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। একসময় সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। তখন আরও কাছে মনে হচ্ছিলো তাকে।

কান উৎসবে গত ২৩ মে বিকেলে এভাবেই ধরা দিলেন মল্লিকা। এই সমুদ্রতীরবর্তী শহরে তিনি ক'দিন আগেই এসেছেন। লালগালিচায় লাল রঙা পোশাক পরে একবার হেঁটেছেনও। এবার এলেন নীলাঞ্জনা হয়ে! এদিন লালগালিচায় হাঁটার পর জাস্টিন কারজেলের 'ম্যাকবেথ' (মারিয়ন কতিয়াঁ, মাইকেল ফাসবেন্ডার) দেখেছেন তিনি।

এ নিয়ে কান উৎসবের বেশ কয়েক আসরের লালগালিচায় পা রাখলেন মল্লিকা। অবশ্য ৩৮ বছর বয়সী এই তারকা এখন ফ্রান্সেই থাকেন। সম্প্রতি তিনি এ দেশে এক ফরাসির সঙ্গে ঘর বেঁধেছেন বলে জোর গুঞ্জন রয়েছে।

ফ্রান্স সময় : ১২০৩ ঘণ্টা, মে ২৪, ২০১৫
জেএইচ

** বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।