ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সিয়েন্না মিলারের আংটি রহস্য!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ২৫, ২০১৫
সিয়েন্না মিলারের আংটি রহস্য! সিয়েন্না মিলার

সিয়েন্না মিলারের সম্পর্ক নিয়ে ভক্তদের মাঝে রয়েছে নানা কৌতুহল। কিন্তু অবশেষে এই অভিনেত্রী হাতে দেখা গেল বাগদানের আংটি।

কিন্তু সেটা মানতে নারাজ ব্রিটিশ এই অভিনেত্রী।  

 

কান উৎসবের ৬৮তম আসরের লালগালিচায় টম স্টারিজের সঙ্গে হেটেঁছেন সিয়েন্না। কান উৎসবের শেষের দিকে সিয়েন্নার হাতে কখনও আংটি দেখা গিয়েছে আবার কখনও দেখা যায়নি। আর এই কারণেই অনেকে মনে করছেন টম স্টারিজের সঙ্গে তার আংটি বদল হয়ে গিয়েছে।  

সিয়েন্নার ঘনিষ্ঠসূত্রে জানা যায়, তিনি এটি অস্বীকার করছেন। কিন্তু ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, এটি আমার গহনার একটি অংশ। আর আমার এবং টমের আমারা দু’জন জীবনের ভিন্নপ্রান্তে রয়েছি। এটা ঠিক যে আমরা একে অপরের সঙ্গে অনেক কিছুই শেয়ার করি।  

 

সিয়েন্নার এর আগে জুডি ল নামের একজনের সঙ্গে আংটি বদল হয়। এবং ২০০৫ সালে তা ভেঙে যায়। সিয়েন্নার ১ বছর ১০ মাস বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে।  

 

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫

বিএসকে/এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।