ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার অপূর্ব-ঈশিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ২৬, ২০১৫
প্রথমবার অপূর্ব-ঈশিকা ‘এতটা ভালোবাসি’ টেলিছবিতে অপূর্ব ও ঈশিকা খান

প্রথমবার একসঙ্গে একটি টেলিছবিতে অভিনয় করলেন অপূর্ব ও ঈশিকা খান। নাম ‘এতটা ভালোবাসি’।

তানিন রহমানের চিত্রনাট্যে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।

এ প্রসঙ্গে ঈশিকা খান বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম ত্রপা। অপূর্ব ভাইয়ের সঙ্গে প্রথম জুটি হিসেবে কাজ করা হলো। তিনি অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে রেইলাইনের একটি দৃশ্যে অনেক মজা হয়েছে। বেশিকিছু বলতে চাই না এখন। দর্শকরা কাজটি দেখে পছন্দ করবেন বলে আশা করছি। ’

খুব শিগগিরই যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে টেলিছবি ‘এতটা ভালোবাসি’।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।