ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বেলাল খানের নিশি করি ভোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
বেলাল খানের নিশি করি ভোর মিউজিক ভিডিওতে (বাঁ থেকে) শোভা, বেলাল খান ও শান

আগামী কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে কণ্ঠশিল্পী বেলাল খানের দ্বিতীয় একক অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও। মেলো ও হিপহপ ধাচের গানটির শিরোনাম ‘নিশি করি ভোর’।

 জাহিদ আকবরের লেখা, বেলাল খানের সুর এবং মুশফিক লিটুর সঙ্গীতে গানটির ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।  

 

গানটিতে মডেল হিসেবে দেখা যাবে শাহরিয়ার শোভা ও শানকে। বেলাল খান বাংলানিউজকে বলেন, ‘নতুন রূপে এই ভিডিওতে দর্শক শ্রোতারা খুঁজে পাবেন আমাকে। মেলোডি প্রধান গানটিতে কথা ও সুরের পাশাপাশি ভিডিওতেও ভিন্নতা রয়েছে। ’

 

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। জানা যায়, ভিডিওটিতে রয়েছে প্রচুর ভিএফএক্স এর কাজ।  

 

উল্লেখ্য, বেলাল খানের ‘পাগল তোর জন্যরে’, ‘ভালোবাসি হয়নি বলা’, সোনাপাখি ‘ইস্টিশন’, ‘এক মুঠো স্বপ্ন’ গানগুলো শ্রোতাপ্রিয় হয়।  

 

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।