ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পোষা কুকুর সঙ্গে নিয়ে বিপাকে জনি ডেপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ২৬, ২০১৫
পোষা কুকুর সঙ্গে নিয়ে বিপাকে জনি ডেপ

হলিউড তারকা জনি ডেপ এখন ব্যস্ত সময় পার করছেন ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ ছবির পঞ্চম সিক্যুয়‍ালের শুটিং নিয়ে। আর এই ব্যস্ততার মাঝে তাকে বিপদে পড়ে অষ্ট্রেলিয়া ছাড়তে হয়েছে কিছুদিন আগে।

 

 

তার অষ্ট্রেলিয়া ছাড়ার কারণ হলো অস্ট্রেলিয়াতে শুটিং করতে আসার সময় নিজের দুই পোষা কুকুর পিস্তল এবং বো কে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি।  

 

কিন্তু অস্ট্রেলিয়ার কৃষি মন্ত্রী বার্ণাবি জয়েস ডেপকে তার কুকুর দুটিকে ৫০ ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়া থেকে সরিয়ে ফেলতে বলেছেন। সঙ্গে সতর্ক করেন, যদি ডেপ এমনটি না করেন তাহলে তার কুকুর দুটিকে মেরে ফেলা হবে।  

 

সম্প্রতি এক ম্যাগাজিনের দেওয়া প্রতিবেদনে জানা যায়, পোষা কুকুর দুটির জন্য তার ১০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৬৫ হাজার ডলার জরিমানা হতে পারে। কারণ তিনি অষ্ট্রেলিয়ার আইন ভঙ্গ করেছেন।  

 

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ২৬, ২০১৫

বিএসকে/ একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।