ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লোকনৃত্য নিয়ে কানাডায় আর্শিনা প্রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ২৬, ২০১৫
লোকনৃত্য নিয়ে কানাডায় আর্শিনা প্রিয়া আর্শিনা প্রিয়া

আসছে ৩০ মে বাংলাদেশের নৃত্যশিল্পী হিসেবে প্রতিনিধিত্ব করতে কানাডার একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন আর্শিনা প্রিয়া। সেখানে ‘মিসসিসসাগুয়া মাল্টিকালচারাল ফেস্ট ২০১৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২৫টি দেশ এতে অংশ নিতে যাচ্ছে। এ অনুষ্ঠানে বেশ খানিকটা সময় একক নৃত্য পরিবেশন করবেন প্রিয়া।  

 

এ প্রসঙ্গে আর্শিনা ‍প্রিয়া বাংলানিউজকে বলেন, ‘আমি নিজেই আমার নৃত্য কোরিওগ্রাফি করেছি। সেখানে বাংলা লোকনৃত্য উপস্থাপন করবো। আমি দেশের বাইরে থাকলেও বাংলাদেশকে ভালোবাসি। ’

 

আর্শিনা প্রিয়া সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় বাংলাদেশ ফাইন আর্টস একাডেমিতে ফারহানা বেবীর নিকট কাছে নাচ শিখেন। এরপর ১৯৯৮ সালে ড্যান্স গ্রুপ ‘ঈগল’-এ যোগ দিয়ে দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন। এরপর মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ‘স্বপ্ন যদি তুই’ ও বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে আইটেম গানে পারফর্ম করেন। বর্তমানে তিনি কানাডার টরেন্টোতে বসবাস করছেন।  

 

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।