ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বান্দরবানে মাহফুজ-মম-মৌ এর ছায়াসঙ্গী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
বান্দরবানে মাহফুজ-মম-মৌ এর ছায়াসঙ্গী ‘ছায়াসঙ্গী’ টেলিছবির দৃশ্যে জাকীয়া মম ও মৌ

শুভ্র, নীলা ও দীপাকে ঘিরে বান্দরবানে নির্মিত হচ্ছে ঈদের বিশেষ টেলিছবি ‘ছায়াসঙ্গী’। রুম্ম‍ান রশীদ খানের রচনায় এ টেলিছবিটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।

২৪ মে থেকে এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে।  

এখানে শুভ্র চরিত্রে মাহফুজ আহমেদ, দীপা জাকীয়া বারী মম ও নীলা চরিত্রে নাজিরা আহমেদ মৌ অভিনয় করেছেন। আরো অভিন করেছেন পিন্টু এস এ।

 

টেলিছবিটি নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘কাহিনীতে দেখা যাবে, শুভ্র ও নীলার একটি রিসোর্ট আছে। সুখের সংসারে কোনো কমতি নেই। তবে নীলার কোনো বাচ্চা হয় না। হঠাৎ একদিন দীপা তাদের ‍বাসায় পানি খাবারের জন্য আসে এবং নীলা দেখে যে দীপা আট মাসের অন্ত:সত্বা। এরপর শুভ্র বাসায় এসে দীপাকে দেখে চমকে ওঠে। ঘটে নানা ঘটনা। আশা করছি, দর্শকরা এটি পছন্দ করবেন। ’

ঈদে এটি এন বাংলায় প্রচার হবে বিশেষ টেলিছবি ‘ছায়াসঙ্গী’।

 

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ২৭, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।