ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

২৬৫ কোটি রুপির ছবি (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ২, ২০১৫
২৬৫ কোটি রুপির ছবি (ভিডিও)

ছবি তৈরির খরচে নতুন রেকর্ড গড়েছে বলিউড। এসএস রাজামউলির আসন্ন ছবি ‘বাহুবলি: দ্য বিগিনিং’।

ছবিটি করার জন্য খরচ হয়েছে ২৬৫ কোটি রুপি। যা এখনও পর্যন্ত বলিউডের আর কোনো ছবির জন্য ব্যয় করা হয়নি।

সবচেয়ে ব্যয়বহুল এই ছবিটির হিন্দি সংস্করণের ট্রেলার মুক্তি পেয়েছে গত ১ জুন ( সোমবার)। ‘বাহুবলি-দ্য বিগিনিং’ ছবিটির হিন্দি সংস্করণ প্রযোজনা করেছেন করণ জোহরের সংস্থা ও ধর্মা প্রোডাকশনস। ছবিটি মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষায়। হিন্দি, ইংরেজি, মালায়ালাম ও ফরাসি ভাষায়ও ডাবিং হয়েছে।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী  নায়ক প্রভাস এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রানা দাগ্গুবাতি, আনুশকা শেঠি এবং তামান্না। ছবিটি হিন্দি সংস্করণ মুক্তি পাবে ১০ জুলাই।

‘বাহুবলি- দ্য বিগিনিং’ ছবির ট্রেলার:

 

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘন্টা, জুন ২, ২০১৫

বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।