ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লাইভে গান শোনাবেন নাউমি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ২৬, ২০১৫
লাইভে গান শোনাবেন নাউমি নাউমি/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০০৯ সালের ক্ষুদে গানরাজের ন‍াউমি এখন বড় গানরাজ। দিনে দিনে শ্রোতাদের কাছেও পরিচিতি বাড়ছে তাঁর।

বেশ কয়েকমাস পর আসছে ৪ জুন আরটিভিতে লাইভ গান শোনাবেন এই শিল্পী। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন। এ অনুষ্ঠানে তার সঙ্গে থাকবে শিল্পী মেহরাবও।  

 

এ প্রসঙ্গে নাউমি বাংলানিউজকে বলেন, ‘বেশ কয়েকমাস পর লাইভে গান করতে যাচ্ছি। ৮-৯ টা গান করার ইচ্ছে আছে। এরমধ্যে আর্ক ব্যান্ডের ‍হাসানের গান আমার বেশ পছন্দের। ওনার গানের বাইরে আমার গান ও এডেলের গান করার ইচ্ছে আছে। আর মেহরাব ভাইও থাকছে। অনুষ্ঠানটি ভালোই হবে বলে আশা করছি। ’

 

আরটিভিতে ৪ জুন রাত ১১টা ৩০ মিনিটে এ অনুষ্ঠানটি প্রচার হবে।

 

২০১২ সালে বাজারে আসে নাউমির প্রথম একক অ্যালবাম ‘নাউমি’। এছাড়া নাউমি ইবরার টিপুর সঙ্গে ‘তোমায় ভেবে’ ও ইমরানের সাথে ‘হৃদয়ের সীমানায়’ গান দুটির মিউজিক ভিডিও দর্শক-শ্রোতারা বেশ পছন্দ করে। শিগগিরই নতুন গান নিয়ে হাজির হবেন বলে জানান নাউমি।  

 

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।