ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

২৯ মে মুক্তি পাচ্ছে না দুই পৃথিবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ২৬, ২০১৫
২৯ মে মুক্তি পাচ্ছে না দুই পৃথিবী শাকিব খান, অপু বিশ্বাস ও আহনা

শাকিব-অপু অভিনীত 'দুই পৃথিবী' ছবিটি ২৯ মে মুক্তি পাচ্ছে না। প্রচারণাসহ অন্যান্য দিক বিবেচনা করে ছবিটির পরিচালক এফআই মানিক ৫ জুন ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষনা করলেন।

 

 

এফআই মানিক বাংলানিউজকে বলেন, ‘প্রথমে ২৯ মে মুক্তি দেওয়ার কথা ভেবেছিলাম। তবে এত সপ্তাহ হাতে সময় নিয়ে ৫ জুন মুক্তি দিতে চাই ছবিটি। আশা করছি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন। ’

 

'দুই পৃথিবী' ছবিতে শাকিব ও অপু ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে আছেন অহনা। সন্ধানী কথাচিত্রের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াত, আলীরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু ও ইলিয়াস কোবরাসহ অনেকে।

 

১০০টির বেশি প্রেক্ষগৃহে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।

 

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৬ মে, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।