ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শুরু হচ্ছে মিউজিক নাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ২৭, ২০১৫
শুরু হচ্ছে মিউজিক নাইট নুসরাত জাহান

শ্রোতারা গান শোনার পাশাপাশি এখন দেখতেও পছন্দ করে। নিত্য নতুন গানের মিউজিক ভিডিও দেখা যায় বিভিন্ন টিভি চ্যানেলে।

এব‍ার আমাদের দেশের গুণী শিল্পীদের নিয়ে শুরু হচ্ছে বসুধা ‘মিউজিক নাইট’ নামক একটি গানের অনুষ্ঠান।

এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত জাহান এবং প্রযোজনা করেছেন সৌমিত্র ঘোষ ‍ইমন। প্রযোজক ইমন বাংলানিউজকে বলেন, ‘আমরা বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের এ অনুষ্ঠানে গান শোনানোর চেষ্টা করবো। আশা করি, দর্শক-শ্রোতারা এটি পছন্দ করবেন। ’

প্রতি শুক্রবার মোহনা টিভিতে রাত ৮টা ৩০ মিনিট থেকে এটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।