ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ফেসবুকে ভেরিফাইড হলো শাকিবের পেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ফেসবুকে ভেরিফাইড হলো শাকিবের পেজ শাকিব খান / ছবি : নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যাচাই-বাছাইয়ের পর এর যথার্থতা নিশ্চিত করে জনপ্রিয় তারকা শাকিব খানের ফেসবুক পেজকে স্বীকৃতি দিলো ফেসবুক কর্তৃপক্ষ। তার পেজটি ভেরিফাইড করা হয়েছে।

এখন তার নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে।

২৬ মে রাতে এই অভিনেতার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজ ভেরিফাইড করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে শাকিব খান বাংলানিউজকে বলেন, ‘এটা সত্যিই আনন্দের খবর। এজন্য ফেসবুক কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ’

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। পরিচালক সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ড সংখ্যক পারিশ্রমিকের অধিকারী এই তারকার ঈদে ‘লাভ ম্যারেজ’ ও ‘মেন্টাল’ ছবি দুটি মুক্তি পাবার কথা রয়েছে।

ভেরিফাইড লিংক দেখুন :
https://www.facebook.com/teamshakibkhan?__mref=message_bubble

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।