ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ছোটপর্দায় ইনসাইড ইউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ২৭, ২০১৫
ছোটপর্দায় ইনসাইড ইউ ইনসাইড ইউ এর সদস্যরা

দীর্ঘ ৮ বছর আগে যাত্রা শুরু করে একটি ব্যান্ড। নাম ‘ইনসাইড ইউ’।

ব্যান্ডটি সারাদেশে বিভিন্ন কনসার্টে মঞ্চ মাতানোর পর সম্প্রতি বাজারে এনেছে তাদের প্রথম একক ব্যান্ড অ্যালবাম ‘১৪ সেকেন্ড’। এবার ২৭মে রাত ৮টায় তারা তাদের গান নিয়ে হাজির হতে যাচ্ছেন।  

 

ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট রতন বাংলানিউজকে বলেন, ‘আমরা ৬-৭ টি গান পরিবেশন করবো আজ। আশা করি, দর্শক-শ্রোতার গানগুলো পছন্দ করবেন। ’

 

অনুষ্ঠানটি বৈশাখী টিভিতে উপস্থাপনা করবেন ব্যান্ড তারকা মাকসুদ। মোজো নিবেদিত ‘১৪ সেকেন্ড’ অ্যালবামের গানগুলোর শিরোনাম ‘এলোমেলো’, ‘অনুরোধ’, ‘মেঠো পথ’, আঁধারের জীবন’, ‘নদী ঢেউ ও মন’, ‘স্পর্শ কাতর’, ‘ভাবনার শহর’, ‘ছুটি’, ‘১৪ সেকেন্ড’ ও ‘মৃত্যু এলিজি’।

 

ব্যান্ডের বর্তমান লাইন আপ :

রতন  (ভোকাল), মুহিন (ড্রামস), রাসেল (গিটার), জিসান (কি-বোর্ড), তমাল (বেস) ও শুভ (গীতিকার ও ভোকাল)।

 

বাংলাদেশ সময়: ১৪৪৮ গণ্টা, মে ২, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।