ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সিদ্ধার্থ-আলিয়া কি প্রেমে মজেছেন?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ২৭, ২০১৫
সিদ্ধার্থ-আলিয়া কি প্রেমে মজেছেন? আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা

আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা কি প্রেম করছেন? এ প্রশ্ন বলিউডের সবার।  

 

দু’জনকেই মাঝে মধ্যেই একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে।

শোনা যাচ্ছে তারা নাকি একসঙ্গে প্রচুর সময় কাটান৷ কিন্তু তারপরেও কেউই একেবারে নিশ্চিত করে বলতে পারেন না যে তারা প্রেম করছেন৷ 

 

স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর পর থেকে শোনা গিয়েছিলো বরুণ ধাওয়ান আর আলিয়া ভাট প্রেম করছেন৷ তবে তাদের সেই প্রেমটা বেশিদিন টেকেনি। তারপরেই শোনা যায়, একই সিনেমার আর এক তারকা সিদ্ধার্থের নাকি বেশ ঘনিষ্ঠতা আলিয়ার।

 

আর তাই নিয়েই সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছে বরুণের। মুম্বাইয়ে একা থাকেন সিদ্ধার্থ। অনেক নারীর সঙ্গে তার সম্পর্কের গুজব শোনা গিয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত আলিয়ার সঙ্গেই তার সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা, তা টের পাওয়া গিয়েছে। আলিয়ার বাড়িতে তিনি মাঝে মধ্যেই আসেন। সেখানে থেকেও যান মাঝে মাঝেই।

ভাট-পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, 'আলিয়া ওর বাবা-মা আর বোনের সঙ্গে থাকে৷ সিদ্ধার্থ ওদের বাড়িতে এসে শুধুমাত্র আলিয়ার সঙ্গে সময় কাটায়, এমনটা নয়৷ বরং গোটা পরিবারের সঙ্গেই সিদ্ধার্থের সম্পর্ক খুব ভালো৷ এবং সিদ্ধার্থ সবার সঙ্গেই আড্ডা দেয়। ’ 

 

সেই ঘনিষ্ঠ ব্যক্তির মতে, 'যতো দিন না আলিয়া পুরোপুরি নিশ্চিত হচ্ছেন সিদ্ধার্থের সঙ্গে নিজের ভবিষ্যত্ জোড়ার বিষয়ে, ততোদিন ও এই নিয়ে কিছু বলবে না। ’ 

 

তবে এর মধ্যে এমন এক ঘটনা ঘটেছে, যাতে এই প্রেমের কথাটা কয়েক জনের কাছে আরও পাকাপোক্ত হয়েছে। করণ জোহরের ‘কাপুর অ্যান্ড সানস সিন্স ১৯২১’ ছবির শুটিং-এ একটি গানের দৃশ্যে আলিয়াকে ছোটো একটি পোশাক পরতে হয়। ক্যামেরা সামনে দাঁড়ানোর আগে আলিয়া সিদ্ধার্থে দিকে জিজ্ঞাসু চোখে তাকায়৷ সিদ্ধার্থ ঘাড় নেড়ে সায় দিলে, তবেই আলিয়া নিশ্চিন্তে ফ্লোরে নামে। প্রেমের যে সম্ভাবনা ভালোই, তা বোঝাই যায়।

 

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২৭, ২০১৫

বিএসকে/ একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।