ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের প্রেমে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
সালমানের প্রেমে জ্যাকুলিন সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ

শিরোনাম দেখে একটু অবাক লাগছে? লাগারই কথা কেননা সালমানের প্রেমে পড়া চারটেখানি কথা নয়। তাও যদি হয় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

তবে ভয় পাওয়ার কোনোও কারণ নেই কেননা এই প্রেম সেই প্রেম নয়। সালমানের চোখের প্রেমে পড়ে গিয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী।

জ্যাকুলিন মুগ্ধ হয়েছেন সালমানের চাহনিতে। তাইতো টুইটারে শ্রীলংকান এই সুন্দরী জানিয়েছেন, ‘ভালোবাসি ওই তীক্ষ্ণ চোখের চাহনি!’

‘সালমান খানের ‘বজরঙ্গী ভাইজান’ ছবির প্রথম ছবিটি দেখে সালমানের চাহনির প্রশংসা করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। সালমানকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আবারও অতীতের সব রেকর্ড নিশ্চয়ই ভাঙতে যাচ্ছো তুমি। ’

এখানেই শেষ নয় এর আগেও একবার ‘কিক’ ছবির প্রচারণার সময় সালমানের গালে চুমু খেয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

কবির খান পরিচালিত ‘বাজরঙ্গী ভাইজান’ ছবিটি মুক্তি পাবে ১৭ জুলাই। এতে সালমানের সহশিল্পী হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।