ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নিথর মাহবুবের ‘ডিগবাজি’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৫
নিথর মাহবুবের ‘ডিগবাজি’ নিথর মাহবুব

মূকাভিনয় চর্চা শুরুর পর অভিনয় করেছেন, মূকনাট্য লিখেছেন, মূকনাট্যও নির্দেশনা দিয়েছেন। এবার মঞ্চনাটক নির্দেশনা দিচ্ছেন নিথর মাহবুব।

নাম ‘ডিগবাজি’। দেশের সমসাময়িক রাজনীতি ও নির্বাচনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাটকটি লিখেছেন তিনিই।  

 

‘ডিগবাজি’ মঞ্চে আনছে মাইম আর্ট। দলটিরও প্রথম মঞ্চনাটক এটি। প্রায় দুই মাস ধরে নাটকটির কাজ চলছে। চলতি বছরেই এর উদ্বোধনী প্রদর্শনী হবে বলে জানা গেছে।  

 

নাট্যাঙ্গনে এক দশক ধরে কাজের পর নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করছেন নিথর। তিনি বলেন, ‘গত দশ বছরে ঢাকার ছোট-বড় প্রায় সব দলের নাটক দেখেছি। এগুলোর মহড়াকক্ষও ঘুরেছি। ফলে দেশের নবীন-প্রবীন নির্দেশকদের নির্দেশনা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এ অভিজ্ঞতাকে পুঁজি করে মঞ্চনাটকের নির্দেশনায় নেমেছি। ’

 

নিথর মাহবুব এর আগে চারটি পূর্ণাঙ্গ মূকাভিনয় প্রযোজনা নির্দেশনা দিয়ে প্রশংসিত হন। এগুলো হচ্ছে- স্লোগান-৭১-এর প্রযোজনা ‘গণহত্যা-৭১’, মাইম আর্টের প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘যেমন কর্ম তেমন ফল’ ও ‘ইউ-টার্ন’। এ ছাড়া একাধিক খন্ড মূকনাট্যের নির্দেশনাও দিয়েছেন।  

 

মূকাভিনয় শিল্পী হিসেবে পরিচিতি পেলেও বিভিন্ন দলের হয়ে সাতটি মঞ্চনাটকে অভিনয় করেছেন নিথর। এর মধ্যে আছে স্বপ্নদলের ‘ডাকঘর’, নাটুকের ‘তমসা’, ‘নাউ ইউ সি ইট’, ‘বিয়ে বিড়ম্বনা’, জেনেসিস থিয়েটারের ‘দামাল ছেলে নজরুল’, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘রাজা সাহিত্য কারখানা’ এবং নিখাদের ‘চন্দ্রমুখী’।

 

বাংলাদেশ সময় : ১৭৫৬ ঘণ্টা, মে ২৯, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।