ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাড়ি বেচে দিচ্ছেন লোপেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বাড়ি বেচে দিচ্ছেন লোপেজ জেনিফার লোপেজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যে বাড়িতে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেছিলেন, সেটা বিক্রি করে দিচ্ছেন জেনিফার লোপেজ। বিনিময়ে তিনি পাচ্ছেন ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

পাঁচ বছর আগে ৮২ লাখ ডলারে এটি কিনেছিলেন তিনি।  

 

হিডেন হিলসে ৩ একর জমির ওপর গড়ে ওঠা ১৭ হাজার ১২৯ স্কয়ার ফুটের বাড়িটির আশেপাশে থাকেন কিম কারদাশিয়ান-কানইয়ে ওয়েস্ট দম্পতি, অভিনেত্রী জেসিকা সিম্পসন এবং গায়িকা লিয়ান রিমসের মতো বেশ কয়েকজন তারকারা।  

 

বাড়িটিতে বাড়িটিতে ঢুকলেই চোখে পড়বে সুইমিং পুল, স্পা ও আউটডোর কিচেন। ভেতরে আছে ৯টি শোবার ঘর ও ১৩টি স্নানঘর। ঘুমানোর ঘরগুলোর রঙে সাদার প্রাধান্য। বাড়িটির অবকাঠামো বিশ্বসেরা সুপারস্টারের থাকার উপযোগী। এখানে অতিথিদের বিনোদনের জন্য আছে আলাদা প্যাভিলিয়ন। এর মধ্যে রয়েছে একটি সেলুন, বিশ্রামাগার, পানশালা, পোকার টেবিল, ২০ আসনের প্রেক্ষাগৃহ এবং সাউন্ডপ্রুফ বুথ-সহ একটি রেকর্ডিং স্টুডিও। লোপেজের নিজের নাচের স্টুডিও, জিম, ম্যাসাজ কক্ষ, পোশাক রাখার অতিরিক্ত ওয়ারড্রব এবং দামি জুতাগুলোর জন্য দোতলায় পাথরে বানানো ৩৫০ স্কয়ার ফুটের বারান্দাও আছে।  

জানা গেছে, আগামী বছর প্লানেট হলিউডের লাস ভেগাসে ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করবেন লোপেজ। তাই সম্প্রতি নিউইয়র্ক সিটি ও হ্যাম্পটনসে আলাদা বাড়ি কিনেছেন ৪৫ বছর বয়সী এই মার্কিন তারকা।  

 

অ্যান্থনিকে ভালোবেসে বিয়ে করে সুখেই সংসার করছিলেন লোপেজ। যমজ সন্তানের মা-ও হন তিনি। কিন্তু সেই বিয়ে টেকেনি। এরপর আর বিয়ে করেননি তিনি।

 

বাংলাদেশ সময়: ১৪১০ ঘন্টা, মে ৩০, ২০১৫

বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।