ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দেনায় জর্জরিত ব্র্যাঞ্জেলিনা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
দেনায় জর্জরিত ব্র্যাঞ্জেলিনা? ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

তারকারা ঋণ করে এটাও কি বিশ্বাস করা যায়? তাও যদি আবার হয় নামি তারকাদের মাঝে একজন। এমনটাই হয়েছে হলিউড অভিনেতা ব্র্যাড পিট এবং অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে।

যদিও অভিনয় করে কম আয় করেননি হলিউডের এই জুটি। কিন্তু খরচের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই জড়িয়ে পড়েছেন ঋণের বেড়াজালে।

ওকে ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অর্থ অভাবে পড়েছেন তারা। গত বছরের আগস্ট মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। আর এরই মধ্যে তরা তাদের জমানো ৪২৫ মিলিয়ন ডলার শেষ করে ফেলেছেন। বর্তমানে তারা সংসার চালাতে ৩৫ মিলিয়ন ডলারের ঋণ নিয়েছেন।  

 

সংসারের খরচ বাদে ৬ সন্তানের লালন-পালন বাবদ বছরে ১ মিলিয়ন ডলার খরচ হয় বলে জানা যায়। ভ্রমণেও কম খরচ হয় না। যদি তারা ব্যক্তিগত বিমানে ভ্রমণ না করেন, তখন সবার জন্য পাবলিক বিমানের প্রথম শ্রেণীর টিকিট কাটেন যার খরচ অনেক বেশি।  

 

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, নিউ অর্লিয়েন্সের বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরপরও ঋণ শোধ করতে না পারলে তাদের ফ্রান্সের ৬০ মিলিয়ন ডলারের সম্পত্তিটাও বিক্রি করে দিতে হবে।

 

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫

বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।