ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সুচিত্রার চরিত্রে বিদ্যার না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ১, ২০১৫
সুচিত্রার চরিত্রে বিদ্যার না সুচিত্রা সেন ও বিদ্যা বালান

বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। আর ছবিটি করার জন্য রাজি হয়ে গিযেছিলেন তিনি।

ছবির জন্য কত্থক নৃত্য শেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু এখন সেই মহানায়িকার চরিত্রে অভিনয় করছেন না এমনটাই জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

৩৬ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘চিত্রনাট্য আমার খুব ভালো লেগেছে। কিন্তু সুচিত্রা সেনের চেহারার সঙ্গে আমার চেহারার মিল খুব কম। ’

তিনি আরও জানান, ‘ছবিটি যদি হিন্দিতে হতো তাহলে চেষ্টা করতাম। আর আমার মনে হয় এই চরিত্রে সুচিত্রা সেনের নাতনী রাইমা সেনকে ভালো মানাবে। ’

বিদ্যা বালান এখন ব্যস্ত সময় পার করছেন তার আগামী ছবি ‘হামারি অধুরি কাহানি’ নিয়ে। আর ছবিটি নিয়ে তিনি আশাবাদী। কেননা ‘পরিণীতা’ ছবির পর এই প্রথম আবার পুরোপুরি রোম্যান্টিক ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে তার বিপরীতে রয়েছেন ইমরান হাশমি। ছবিটি মুক্তি পাবে ১২ জুন।

 

** সুচিত্রা সেন হতে কত্থক শিখছেন বিদ্যা

**সুচিত্রা সেনের ভূমিকায় বিদ্যা!

 

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ১, ২০১৫

বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।