ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আসবাব প্রেমী রবার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ১, ২০১৫
আসবাব প্রেমী রবার্ট রবার্ট ডাউনি জুনিয়র

তরকারা সবসময় নানা কারণে খবরের শিরোনামে আসেন। আর এবার আসলেন হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র।

তার নাম শিরোনামে আসার কারণটা অন্য সবার থেকে একটু ভিন্ন।  

 

সম্প্রতি এক প্রতিবেদনের দেওয়া সাক্ষাৎকারে রবার্ট জানান, ‘আমি শুটিংয়ের জন্য যেখানেই যাই, একা যাই না আমার সঙ্গে আমার পছন্দের আসবাবগুলো নিয়ে যাই। ’

 

ওই প্রতিবেদনে তিনি আরও জানান, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবির শুটিং হয়েছিলো আটলান্টায়। আর সে সময় তার থাকার জন্য একটি বাড়ির ব্যবস্থা করা হয়েছিলো এবং সে সময় মার্কিন এই অভিনেতা তার প্রিয় সব আসবাবগুলো আনিয়ে নিয়েছিলেন তার নিজের বাড়ি থেকে।  

৫০ বছর বয়সী এই অভিনেতা জানান, ‘আমি যখনই যে বাড়িতে থাকি সেখানে আমি আমার বাড়ি থেকে আসবাব আনিয়ে নেই। তার কারণ আমাকে শুটিং এর কাজে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে থাকতে হয় বলেই এভাবে নিজের বাড়ির পরিবেশ তৈরী করে ফেলি সর্বত্র। ’

 

মার্কিন এই অভিনেতা আরও জানান, ‘নিজের বাড়িতে আমি যে আরামে থাকি, অন্য জায়গায় থাকলেও চেনা আসবাবগুলো আমাকে সেই আরামের স্পর্শই দেয়। ’

 

বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা, জুন ১, ২০১৫

বিএসকে     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।