ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রণবীরের জন্য দীপিকার পণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ১, ২০১৫
রণবীরের জন্য দীপিকার পণ রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে অনেক আগেই। তবুও বলিউড ইন্ডাষ্ট্রিতে তাদের রসায়নের কথা সকলেরই জানা আছে।

 

 

দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পিকু’ ছবি বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে। আর সেই আনন্দে এখন ব্যস্ত সময় পার করছেন দীপিকা।  

 

‘পিকু’ ছবির সাফল্যকে ঘিরে আয়োজন করা হয়েছিলো এক পার্টির। আর সেই পার্টিতে দীপিকাকে প্রশ্ন করা হয়েছিলো যে রণবীরকে কি আমন্ত্রণ জানানো হয়নি? উত্তরে তিনি জানান, আমি রণবীর কাপুর এবং তার প্রেমিকা ক্যাটরিনা কাইফকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারছি যে, তারা কেনো আসেনি।  

 

রণবীর কাপুর অভিনীত ‘বোম্বে ভেলভেট’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আর সে কারণেই হয়তো তাদের দেখা যায়নি ওই পার্টিতে। তবে সেখানে উপস্থিত ছিলেন ‘বোম্বে ভেলভেট’ ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ, মধু মানটেনা এবং বিকাশ ভাল।  

 

রণবীরের না আসার কারণে ২৮ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘আমি রণবীরকে কখনও কষ্ট দিতে চাই না। আর আমি এমনকিছু করবো না যাতে সে কষ্ট পাবে। ’

 

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ১, ২০১৫

বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।