ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সার্ক উৎসবে পুরস্কৃত ‘মৃত্তিকা মায়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুন ১, ২০১৫
সার্ক উৎসবে পুরস্কৃত ‘মৃত্তিকা মায়া’

সার্ক চলচ্চিত্র উৎসবে রৌপ্য পদক পুরস্কার পেয়েছে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’। ২৯ মে শুরু হয়ে ৩১ মে শ্রীলংকার কলম্বোতে হলো এই আয়োজনের সমাপনী।

শেষ দিনে পরিচালক গাজী রাকায়েতের হাতে পুরস্কার তুলে দেন উৎসব কর্তৃপক্ষ।  

 

প্রথম পুরস্কার স্বর্ণপদক পেয়েছে শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘মোটর বাইসাইকেল’। এবার বাংলাদেশ ও আফগানিস্তানসহ আটটি দেশের ছবির প্রদর্শনী হয়। ৯টি করে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে সেরা তিনটি ছবিকে দেওয়া হয় পুরস্কার।

 

এর আগে ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনা-সহ ১৭টি বিভাগে পুরস্কার জিতে নেয় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘মৃত্তিকা মায়া’।  

 

বাংলাদেশ সময় : ১৫০৪ ঘণ্টা, জুন ১, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।