ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নেভারল্যান্ড কিনবেন কানইয়ে ওয়েস্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ২, ২০১৫
নেভারল্যান্ড কিনবেন কানইয়ে ওয়েস্ট কানইয়ে ওয়েস্ট

অনেকদিন আগেই খবরের শিরোনামে এসেছে ১০ কোটি ডলারে বিক্রি হচ্ছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’। তার মাঝে আবার ঘটে গিয়েছে অনেক ঘটনা।

কেউ কেউ দাবি করেছেন মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর তার ভূত নাকি এখনও থাকেন ওই বাড়িতে। আর এই ঘটনার কারণে অনেকেই বাড়িটি কেনার থেকে পিছিয়ে গিয়েছেন।

সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন র‌্যাপ সংগীত শিল্পী কানইয়ে ওয়েস্ট তার স্ত্রী কিম কারদাশিয়ানের জন্য মাইকেল জ্যাকসনের বাড়িটি কিনতে চান।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ‘বাড়িটি কেনার জন্য প্রস্তুত থাকলেও ১০ কোটি ডলার দিবে না ৩৭ বছর বয়সী এই র‌্যাপ সংগীত শিল্পী। ’

অন্যদিকে কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেন আবরও মা হতে চলেছেন মার্কিন এই টিভি তারকা। এর আগে গত ২৪ মে প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন কানইয়ে ওয়েস্ট এবং কিম কারদাশিয়ান দম্পতি। এই দম্পতির নর্থ ওয়েস্ট নামে একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স ১ বছর ৯ মাস।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ২, ২০১৫
বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।