ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ইজির অনামিকায় সাদা সোনার আংটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ২, ২০১৫
ইজির অনামিকায় সাদা সোনার আংটি নিক ইয়াং ও ইজি অ্যাজালিয়া

বাস্কেটবল খেলোয়াড় নিক ইয়াংয়ের সঙ্গে দেড় বছর ধরে প্রেম করছেন ইজি অ্যাজালিয়া। সেদিন প্রেমিক হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন তাকে।

অস্ট্রেলিয়ান এই গায়িকাও হ্যাঁ বলে বিয়েতে রাজি হয়ে গেছেন। ফলে সম্পন্ন হলো তাদের বাগদান।

গত ১ জুন ছিলো নিকের ৩০তম জন্মদিন। ইজির অনামিকায় ওইদিনই আংটি পরিয়ে দেন তিনি। এটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে। আগামী ৭ জুন ২৫তম জন্মদিনের কেক কাটবেন ইজি। তার আগে ভক্তদের দারুণ সুখবর দিলেন তিনি।

এদিকে নিকের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ইজির বান্ধবী ক্যারেন সিভিল ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিয়েছেন। ভক্তরা এখন সেটা দেদারসে দেখছে।

* ইজি অ্যাজালিয়াকে নিক ইয়াংয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্ত :


বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।