ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সেলফি তুললেই সালমানের পাশে আপনি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুন ২, ২০১৫
সেলফি তুললেই সালমানের পাশে আপনি! ‘বজরঙ্গি ভাইজান’ ছবির দৃশ্যে সালমান খান

ছবিতে অভিনয়! তাও আবার খোদ সালমান খানের পাশে। শুনতে অবাক লাগলেও এরকম ঘটনাই সত্যি হতে চলেছে সালমান ফ্যানদের জন্যে।

সৌজন্যে, অবশ্যই বলিউডের ‘ভাইজান’।

 

‘বজরঙ্গি ভাইজান’ ছবির এক গানে সেলফি তুলতে দেখা গিয়েছিলো বলিউডের এই সুপারস্টারকে। সেই সেলফিকেই ফ্যানদের জন্য ছড়িয়ে দিতে চাইছেন তিনি। ছবির গানের একটি রিমিক্স ভার্সন আসতে চলেছে। আর সেখানে পেশাগত অভিনেতারা নন, থাকবেন সল্লুর ফ্যানরা। তবে তার জন্য তুলতে হবে সেলফি।

 

জানা গেছে, ফ্যানরা সেলফি তুলে পাঠালে, সেখান থেকে ফ্যানদের বেছে নেবেন সালমান নিজেই। তিনি চাইছেন, ছবির গানটি দেখে সেখানে সেলফির যে মুহূর্ত আছে, সেগুলোর মতো করেই যেন সেলফি পাঠান তারা। যাদেরকে পছন্দ হবে সালমানের, তাদেরকে তিনি সুযোগ দেবেন ‘সেলফি লে লে’ গানের রিমিক্স ভার্সনে।

 

যদিও ছবির প্রমোশনেরই এ এক বিশেষ পরিকল্পনা। কিন্তু নিজেই সালমানের পাশে দাড়িয়ে তার গানে অংশ নেওয়ার সুযোগ, মনে হয় না, সালমান ফ্যানরা মিস করবেন।

 

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ২, ২০১৫

বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।