ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘পিকু’ দেখবেন প্রণব মুখার্জি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ৪, ২০১৫
‘পিকু’ দেখবেন প্রণব মুখার্জি

সাফল্যের সাগরে ভালোই ভেসে চলেছে ‘পিকু’। সুজিত সরকার পরিচালিত মাত্র ৩৮ কোটি রুপি ব্যয় করে বানানো ‘পিকু’ এরই মধ্যে আয় করেছে ১০০ কোটিরও বেশি।

বক্স অফিসের পর এবার পলিটিক্যাল অফিসেও সাফল্য পেয়েছে পিকুর। কারণ স্বয়ং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেখতে চেয়েছেন ‘পিকু’ সিনেমাটি।

প্রণব মুখার্জির ছবিটা দেখতে হলে দরকার হবে বিশেষ স্ক্রিনিং। আর টুইটারে সেটার ঘোষণা দিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজেই। জানালেন আগামী ৭ জুন দিল্লিতেই একটি হলে গিয়ে ছবিটা দেখবেন ভারতের প্রেসিডেন্ট।

প্রণব মুখার্জির ছবি দেখার কারণটা হলো একটি বাঙালি পরিবারের ব্যাকড্রপেই দেখানো হয়েছে বাবা (অমিতাভ) ও মেয়ের (দীপিকা) একটি চমৎকার সাধারণ সম্পর্ক। আর তাই বাঙালি ও বাবা হওয়ায় তিনি ছবিটা দেখতে চাইতেই পারেন এমনটাই ধারণা করা হচ্ছে।

সুজিত সরকার পরিচালিক ‘পিকু’ ছবিটিতে দীপিকার সহশিল্পী হিসেবে রয়েছেন ইরফান খান।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ৪, ২০১৫
বিএসকে/ একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।