ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পোশাক বিতর্কে লোপেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুন ৪, ২০১৫
পোশাক বিতর্কে লোপেজ জেনিফার লোপেজ

মঙ্গলবার (২ জুন) মরক্কোতে এক সংগীতানুষ্ঠান চলাকালীন মার্কিন গায়িকা-অভিনেতী জেনিফার লোপেজের বিতর্ক শুরু হয়।  

 

ওই অনুষ্ঠানের দর্শকদের মতে মার্কিন এই গায়িকার পোশাকটি নাকি প্রায় নগ্নতারই সমতূল্য ছিলো।

 

 

দু’ঘণ্টার কনসার্টে উপস্থিত ছিলেন তিন লাখ দর্শক। তার পারফরমেন্সে সকলেই খুশি থাকলেও তার পোশাক নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় ওঠে।  

কিন্তু জেলো’র প্রায় নগ্ন পোশাক পছন্দ হয়নি শো দেখতে আসা কোনও এক বিচারপতি এবং রাজনৈতিক নেতার। তারাই প্রথম জেনিফার লোপেজের পোশাক নিয়ে টুইটারে বিস্তর আলোচনা শুরু করেন। আর তার পর থেকেই যথারীতি বিতর্কের সৃষ্টি হয়।  

 

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘন্টা, জুন ৪, ২০১৫

বিএসকে/ একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।