ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ইরফান খানের জন্য টমের উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুন ৪, ২০১৫
ইরফান খানের জন্য টমের উপহার টম হাঙ্কস ও ইরফান খান।

আর কিছুদিন পরেই মুক্তি পাবে হলিউড অভিনেতা টম হাঙ্কস অভিনীত ছবি ‘ইনফার্নো’। এতে টম হাঙ্কসের সঙ্গে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান।

 

 

মজার ব্যাপার হলো ছবি মুক্তির আগে সহশিল্পী ইরফান খানের জন্য একটি উপহার পাঠালেন হলিউডের এই অভিনেতা। আর তার উপহারটি হলো টাইপরাইটারে লেখা একটি চিঠি।

 

ওই চিঠিতে লেখা রয়েছে, ‘ইরফানের সঙ্গে আরও কয়েকটা দৃশ্যে কাজ করতে পারলে এই ছবি তৈরীর অভিজ্ঞতাটা দুর্দান্ত লাগবে তার। ’

 

চিঠি পেয়ে মুগ্ধ হয়ে যান বলিউডের এই অভিনেতা। এবারই প্রথম নয় এর আগেও হলিউড ছবিতে অভিনয় করেছেন ইরফান খান। ‘দ্য দা ভিঞ্চি কোড’এর মতো ‘ইনফার্নো’ ছবিতেও রবার্ট ল্যাংডনের ভূমিকায় অভিনয় করেছেন টম।  

 

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ৪, ২০১৫

বিএসকে   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।