ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পুষ্পিতা পপির নতুন খবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ৫, ২০১৫
পুষ্পিতা পপির নতুন খবর পুষ্পিতা পপি

পুষ্পিতা পপি অভিনীত এ পর্যন্ত দুটি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটির নাম হচ্ছে ‘কখনো ভুলে যেও না’ এবং ‘আগে যদি জানতাম তু্ই হবি পর’।

এরপর ‘প্রেম হতেই পারে’, ‘তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা’, ‘প্রেমের বিয়ে’, ‘আমার আত্মা তুমি’ ও ‘মিশন কক্সবাজার’ নামক ছবিগুলোতে কাজ করেছেন। আর ৪ জুন তিনি ‘বিধ্বস্ত’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন এই তারকা।

 

মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন কাজী মারুফ। এ প্রসঙ্গে পুষ্পিতা পপি বাংলানিউজকে বলেন, ‘প্রখমবার মারুফ ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি। আর এ ছবিতে বিলেত ফেরত এক ধনাঢ্য পরিবারের মেয়ে হিসেবে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন। ’

 

১২ জুন থেকে রাজধানীর উত্তরায় এ ছবির কাজ শুরু হবে বলে জানা যায়। ‘বিধ্বস্ত’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রুবেল, অরিন, অমিত হাসানসহ আরো অনেকে। ছবিটিরি চিত্রনাট্য লিখেছেন কাজী হায়াৎ।

 

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ৫, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।