ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ইন্দ্রনীল আবার ঢাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ৫, ২০১৫
ইন্দ্রনীল আবার ঢাকায় ইন্দ্রনীল সেনগুপ্ত

ভারতের বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত আবার ঢাকায় এলেন। আজ দুপুর ১২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

তার এবারের ঢাকা সফরের কারণ ‘সম্রাট’। অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবিটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

১ জুন থেকে দৃশ্যায়ন শুরু হলেও ইন্দ্রনীলের কাজ হবে ৬ জুন থেকে। প্রথম ধাপে ১৪ জুন পর্যন্ত থাকবেন তিনি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। তার ও ইন্দ্রনীলের নায়িকা হিসেবে আছেন অপু বিশ্বাস।

ছবিটির ট্যাগলাইন রাখা হয়েছে ‘কিং ইজ হিয়ার’। এটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া, সহ-প্রযোজনায় অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালা। চিত্রগ্রহণ করছেন চন্দন রায় চৌধুরী, শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

ইন্দ্রনীল এর আগে বাংলাদেশের ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী ছিলেন জয়া আহসান।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।